Advertisement
১০ মে ২০২৪

আধার ফরমানের প্রতিবাদে বামেরাও

স্কুলে মিড ডে মিল পাওয়ার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার প্রতিবাদ করলে তাতে বাম বিধায়করা যোগ দেবেন। বিধানসভায় সোমবার এই অবস্থান জানান বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০৪:১৬
Share: Save:

স্কুলে মিড ডে মিল পাওয়ার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার প্রতিবাদ করলে তাতে বাম বিধায়করা যোগ দেবেন। বিধানসভায় সোমবার এই অবস্থান জানান বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। বস্তুত, তাঁর বক্তব্য, ওই প্রতিবাদে অন্য দলের বিধায়কদেরও যোগ দেওয়া উচিত। সুজনবাবুর আরও বক্তব্য, স্কুলপড়ুয়া শিশুদের বায়োমেট্রিক আধার কার্ড করানো অবৈজ্ঞানিক। কারণ, শিশুদের হাতের ছাপ, অক্ষিগোলকের মাপ— কোনও কিছুই স্থির নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ওই মাপগুলি বদলায়। এই প্রেক্ষিতেই সুজনবাবুর আহ্বান, ‘‘রাজ্য সরকার চাইলে কেন্দ্রের বিরুদ্ধে একসঙ্গে লড়াইতে আমরা সামিল হতে পারি।’’ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, এ বিষয়ে প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চিঠি দিয়েছেন। তবে আধার প্রসঙ্গে বামেদের প্রস্তাবিত ঐক্য যে শুধু সরকারি স্তরেই সীমাবদ্ধ, তা-ও সুজনবাবু স্পষ্ট করে দিয়েছেন। প্রশ্নের জবাবে বিধানসভার প্রেস কর্নারে তিনি বলেন, ‘‘মিড ডে মিল নিয়ে এ রাজ্যে যথেষ্ট দুর্নীতি হচ্ছে। যারা নোট গুনতে ব্যস্ত, তাদের সঙ্গে রাজনৈতিক কর্মসূচির কথা আমরা ভাবছি না।’’ এর প্রতিবাদে এ দিনই সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে তৃণমূল মহিলা কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adhar Card Left Front
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE