যাদবপুর-কাণ্ডের প্রেক্ষিতে ছাত্রছাত্রী-সহ আন্দোলনকারীদের উপরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারি চেয়ে বৃহস্পতিবার যাদবপুরে মিছিল এবং থানায় গিয়ে দাবিপত্র দিল সিপিআই (এম-এল) লিবারেশন। দলের ডাকে এ দিন ৮বি থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করেন নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি বসানো যাবে না বলেও দাবি জানিয়েছেন তাঁরা। দলের কলকাতা জেলা সম্পাদক অতনু চক্রবর্তীর অভিযোগ, “ছাত্র-ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্র-সহ যাঁরা আক্রমণকারী, তাঁদের আড়াল করতে চরম নিষ্ক্রিয়তা এবং প্রতিবাদীদের রুখতে অতি সক্রিয়তা দেখাচ্ছে প্রশাসন।” নেতৃত্বের অভিযোগ, থানায় পুলিশ অত্যন্ত ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ করেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)