নিম্নচাপ অঞ্চল রাজ্য থেকে সরে গিয়েছে। এর মধ্যেই আবার নতুন করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এগুলির প্রভাবে আগামী কয়েক দিন কলকাতা-সহ রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের কয়েক জেলায় সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এখন এ রাজ্যের পুরুলিয়া, কলকাতার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরে যে উচ্চচাপ বলয় ছিল, তা দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এই উচ্চচাপ বলয়ের প্রভাবেই আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। এগুলির প্রভাবে আগামী সাত দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যে।
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় হতে পারে ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার)। ওই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। বাকি জেলায় ঝড়বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। দক্ষিণের সব জেলায় এই ঝড়বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
উত্তরবঙ্গের আট জেলাতেই আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হতে পারে ঝড়। জেলাগুলির বেশির ভাগ এলাকায় এই ঝড়বৃষ্টি হতে পারে। কয়েক জেলায় আবার হতে পারে ভারী বৃষ্টিও। আগামী মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার।