Advertisement
১৮ জানুয়ারি ২০২৬
রবিবার সিঙ্গুরের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার সিঙ্গুরের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৬:১০
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৬:২৭ key status

মোদীর ‘ডবল ইঞ্জিন’ বার্তা

মোদী বলেন, “ত্রিপুরায় যখন বামপন্থীদের সরকার ছিল, তখন ১০০টির মধ্যে চারটি বাড়িতে প্রশাসনের তরফে পানীয় জল সরবরাহ হত। এখন বিজেপির ডবল ইঞ্জিন সরকারের জন্য আজ সেখানে ১০০টির মধ্যে ৮৫টি বাড়িতে পানীয় জল সরবরাহ হচ্ছে। এখন পশ্চিমবঙ্গে অর্ধেক মানুষের বাড়িতে জল সরবরাহ হয় না। ত্রিপুরায় বিজেপি ক্ষমতা না-এলে সেখানে এখনও সেই পরিস্থিতিই থাকত। পশ্চিমবঙ্গে বিজেপি এলে এই পরিস্থিতি বদলাবে।”

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৬:২২ key status

তৃণমূলের সরকার ‘নির্মম’: মোদী

মোদী বলেন, “দেশের ভোটারেরা এখন জেগে গিয়েছেন। যাঁরা বাধা দিচ্ছেন (উন্নয়নে), তাঁরা প্রত্যেকে সাজা পাচ্ছেন। দিল্লিতেও এমনই একটি সরকার ছিল, যারা কেন্দ্রের প্রকল্পকে কার্যকর হতে দিত না। আমরা তাদের বার বার বলতাম গরিবদের চিকিৎসার আয়ুষ্মান প্রকল্প চালু করো। কিন্তু ওরা শুনতই না। শুধু রাজনৈতিক হিসাব নিকেশ করতে ব্যস্ত থাকত। সেই জন্য দিল্লিবাসী ওদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষও স্থির করে নিয়েছেন, তাঁরাও তৃণমূলের নির্মম সরকারকে ‘সবক’ শেখাবে এবং বিজেপির সরকার তৈরি করবেন।”

Advertisement
timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৬:১৭ key status

আমি বার বার চিঠি লিখি, মুখ্যমন্ত্রী পড়েন না: মোদী

মোদী বলেন, “মৎস্যজীবীদের জন্য কেন্দ্রীয় সরকার একটি ডিজিটাল প্লাটফর্ম খুলেছে। বিভিন্ন রাজ্য সেখানে নিজ নিজ এলাকার মৎস্যজীবীদের নাম রেজিস্টার করছে। কিন্তু পশ্চিমবঙ্গে তাতে ‘ব্রেক’ লাগিয়ে দেওয়া হয়েছে। আমি বার বার এ রাজ্যের তৃণমূল সরকারকে চিঠি লিখি। মুখ্যমন্ত্রী চিঠি পড়েন না। কিন্তু অফিসারদের তো পড়তে দিন। তৃণমূল সরকার এখানকার মৎস্যজীবী যোজনায় রেজিস্ট্রেশনে কোনও সাহায্য করছে না। তৃণমূল রাজ্যের মৎস্যজীবীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে।”

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৬:১৩ key status

কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে তোপ

মোদী বলেন, “আমি পশ্চিমবঙ্গের তরুণ, কৃষক, মা-বোনেদের যথাসম্ভব সেবা করতে চাই। কিন্তু তৃণমূল সরকার এখানে কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে আপনাদের কাছে পৌঁছোতেই দেয় না। এদের মোদীকে নিয়ে সমস্যা, তা আমি বুঝি। বিজেপির সঙ্গে শত্রুতা, তা-ও আমি বুঝি। কিন্তু তৃণমূল তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গেই শত্রুতা করছে। তৃণমূল এ রাজ্যের তরুণ, কৃষক, মৎস্যজীবী এবং মা-বোনদের সঙ্গে শত্রুতা করছে তৃণমূল।”

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৬:০৮ key status

সরকার গড়লে ‘এক জেলা, এক পণ্য’ নীতি: মোদী

মোদী বলেন, “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীকে জাতীয় স্তরে পালন করার উদ্যোগও নিয়েছে আমাদের সরকার। বিজেপি বিকাশ এবং ঐতিহ্য উভয়কেই গুরুত্ব দেয়। এই দুইয়ের মডেলেই বিজেপি পশ্চিমবঙ্গের বিকাশে গতি দেবে। পশ্চিমবঙ্গের অনেক সামর্থ্য রয়েছে। অনেক বড় বড় নদী রয়েছে। বিশাল উপকূলরেখা রয়েছে। উর্বর জমি রয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। এখানকার সাধারণ মানুষদের বুদ্ধি, প্রতিভা, সামর্থ্য রয়েছে। বিজেপি প্রত্যেক জেলার হিসাবে পরিকল্পনা তৈরি করবে। এর ফলে সংশ্লিষ্ট জেলার মানুষেরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন। যেমন এই জেলায় ধনিয়াখালি শাড়ি আছে, এখানে পাট আছে, হস্তশিল্পের সঙ্গে জড়িত অন্য সামগ্রী রয়েছে। বিজেপির ‘এক জেলা, এক পণ্য’ প্রকল্পের আওতায় প্রত্যেক জেলার এমন পণ্যে উৎসাহ দেবে। বিজেপি সরকার এলেই প্লাস্টিকের বিরুদ্ধে কড়়া নীতি গৃহীত হবে। পাট শিল্পকে আরও উৎসাহিত করা হবে।”

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৬:০০ key status

দুর্গাপুজোর ইউনেসকো -স্বীকৃতি বিজেপি সরকারের উদ্যোগেই

মোদী বলেন, “বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতিও আমাদের সরকারের আমলেই হয়েছে। বিজেপি দিল্লিতে সরকার গঠনের পরই তা হয়েছে। এর ফলে বাংলা ভাষা নিয়ে গবেষণায় আরও গতি আসবে। বিজেপি সরকারের উদ্যোগেই দুর্গাপুজোকে ইউনেসকো কালচারাল হেরিটেজের স্বীকৃতি দিয়েছে।”

Advertisement
timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:৫৮ key status

মোদীর নেতাজি-স্মরণ

মোদী বলেন, “বিজেপি সরকারই দিল্লিতে কর্তব্যপথে ইন্ডিয়া গেটের সামনে নেতাজি সুভাষবাবুর প্রতিমা বসিয়েছে। প্রথম বার লালকেল্লা থেকে আজাদ হিন্দ ফৌজের অবদানকে স্মরণ করা হয়েছে। আন্দামান নিকোবরে নেতাজির নামে দ্বীপের নামকরণ করা হয়েছে। আগে ২৬ জানুয়ারির কর্মসূচি ২৪-২৫ তারিখ থেকে শুরু হত। ৩০ তারিখ শেষ হত। আমরা তা বদলে দিয়েছি। এখন ২৩ জানুয়ারি নেতাজি সুভাষবাবুর জন্মজয়ন্তী থেকে শুরু করেছি। মহাত্মা গান্ধীর পূণ্যতিথিতে তা পূরণ করার সিদ্ধান্ত নিয়েছি।”

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫ key status

বঙ্কিমচন্দ্রের প্রসঙ্গ টানলেন মোদী

মোদী বলেন, “পুরো সংসদ, পুরো দেশ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। হুগলি এবং বন্দেমাতরমের সম্পর্ক তো আরও গুরুত্বপূর্ণ। বলা হয়, এখানেই ঋষি বঙ্কিমজি বন্দেমাতরমকে পূর্ণতা দিয়েছেন।”

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:৫৩ key status

নতুন স্লোগান মোদীর

মোদী বলেন, “বিহারে এনডিএ জঙ্গলরাজ আরও এক বার আটকে দিয়েছে। এ বার পশ্চিমবঙ্গও টিএমসি-র মহাজঙ্গলরাজকে বিদায় করতে প্রস্তুত।” নতুন স্লোগান বেঁধে দিয়ে বললেন, “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।”

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:৪৯ key status

আসল পরিবর্তন চাই: মোদী

মোদী বলেন, “আমাদের আসল পরিবর্তন চাই। সকলে এই মনোভাব নিয়েই আজ সভায় এসেছেন। সকলেই ১৫ বছরের মহাজঙ্গলরাজকে বদলাতে চাইছেন।”

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:৪৮ key status

বাবা তারকনাথের মাটিতে এসেছি: মোদী

মোদী বলেন, “আজ সকালে আমি মা কামাক্ষার মাটিতে ছিলাম। এখন বাবা তারকনাথের মাটিতে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি।”

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:৩৩ key status

জনসভার মঞ্চে পৌঁছোলেন মোদী

সরকারি কর্মসূচি শেষ করে দলীয় জনসভার মঞ্চে পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:৩০ key status

নেতৃত্ব দিক পশ্চিমবঙ্গ: মোদী

মোদী বলেন, “ভারত বর্তমানে মৎস্যকেন্দ্রিক এবং সামুদ্রিক খাদ্যের উৎপাদন এবং রফতানিতে দ্রুত এগিয়ে চলছে। আমার স্বপ্ন পশ্চিমবঙ্গ এতে দেশকে নেতৃত্ব দিক।”

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:২৮ key status

নদীকেন্দ্রিক পর্যটন বৃদ্ধি পাবে: মোদী

কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পগুলির ফলে নদীকেন্দ্রিক পর্যটন আরও বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গে। সিঙ্গুরের সভা থেকে এমনটাই বললেন মোদী।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:২৬ key status

টানলেন কাশীর কথা

প্রধানমন্ত্রী মোদী জানান, রবিবার যে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে, তার মধ্যে একটি ট্রেন তাঁর নিজ সাংসদীয় এলাকা কাশী (বারাণসী)-র সঙ্গে যোগাযোগ আরও উন্নত করবে।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:২৩ key status

লক্ষ্য পূর্ব ভারতের বিকাশ: মোদী

মোদী বলেন, “কাল আমি মালদহে ছিলাম। আজ এখানে। হুগলিতে আপনাদের কাছে আসার সৌভাগ্য হয়েছে। বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ধারাবাহিক ভাবে কাজ করছে। পশ্চিমবঙ্গের কয়েকশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলাম।”

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:২০ key status

উদ্বোধন অমৃত ভারত এক্সপ্রেসের

জয়রামবাটী–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেসের এবং একটি নতুন প্যাসেঞ্জার ট্রেনেরও সূচনা করলেন তিনি।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:১৮ key status

বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস

সিঙ্গুরের সরকারি মঞ্চ থেকে হুগলির বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী মোদী।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:০৬ key status

মোদীর সঙ্গে মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও

মোদীর সরকারি কর্মসূচির মঞ্চে বক্তৃতা করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও রয়েছেন মঞ্চে। মোদীর বক্তৃতা শুরুর আগে মঞ্চ থেকে বক্তৃতা করেন তিনিও। রবিবার এই সরকারি কর্মসূচি থেকে পশ্চিমবঙ্গের ৮৩০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন মোদী।

timer শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:০১ key status

সরকারি কর্মসূচিতে মোদী

মোদীর সরকারি সভামঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী— সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরও। এ ছাড়া বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy