Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় রাতদখল কর্মসূচি।

বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় রাতদখল কর্মসূচি। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ০৭:২৩
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ০০:৩২ key status

হাবড়ায় রাতদখল

অভয়া মঞ্চের ডাকে রাতদখলে শামিল হয়েছেন হাবড়ার নাগরিকেরাও। মশাল হাতে রাজপথের দখল নিয়েছেন তাঁরা। 

মশাল হাতে রাতদখল।

মশাল হাতে রাতদখল। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ০০:২৬ key status

মেদিনীপুরে রাতদখল

রাতদখল কর্মসূচিতে শামিল মেদিনীপুরও। শহরের রাজপথে মশাল হাতে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে ও জাতীয় পতাকা নিয়ে রাস্তায় মানুষের জমায়েত। 

শহরের রাজাবাজার-পঞ্চুরচকে জমায়েত।

শহরের রাজাবাজার-পঞ্চুরচকে জমায়েত। —নিজস্ব চিত্র।

রাজপথে মশাল হাতে মিছিল।

রাজপথে মশাল হাতে মিছিল। —নিজস্ব চিত্র।

Advertisement
timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ০০:১৯ key status

বেহালায় রাতদখল

অভয়া মঞ্চের ডাকে রাতদখল কর্মসূচি পালিত হচ্ছে বেহালাতেও।  ১৪ নম্বর বাস স্ট্যান্ড ও সখেরবাজারে হয়েছে জমায়েত।

১৪ নম্বর বাস স্ট্যান্ডে রাতদল।

১৪ নম্বর বাস স্ট্যান্ডে রাতদল। —নিজস্ব চিত্র।

সখের বাজারে মশাল হাতে নাগরিকেরা।

সখের বাজারে মশাল হাতে নাগরিকেরা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২৩:৩৬ key status

হুগলিতে রাতদখল

অভয়া মঞ্চের ডাকে হুগলিতেও রাতদখল কর্মসূচি পালিত হচ্ছে। চন্দননগর থেকে চুঁচুড়া, কোন্নগর, বলাগড়, সিঙ্গুরে জমায়েত হয়েছে।

হুগলিতে রাতদখল কর্মসূচির মঞ্চ। বৃহস্পতিবার রাতে।

হুগলিতে রাতদখল কর্মসূচির মঞ্চ। বৃহস্পতিবার রাতে। —নিজস্ব চিত্র।

কোন্নগরে বিচারের দাবিতে নাগরিক মিছিল।

কোন্নগরে বিচারের দাবিতে নাগরিক মিছিল। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২২:৫৪ key status

দমদম থেকে লেকটাউন, রাতদখল চলছে

দমদমের নাগেরবাজারেও অভয়া মঞ্চের ডাকে বৃহস্পতিবার রাতদখল কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে জমায়েতও বাড়তে শুরু করেছে। নাগেরবাজার মোড়ে সেতুর নীচে জমায়েত রয়েছে। লেকটাউনেও প্রতিবাদ চলছে। রাস্তার ধারে জমায়েত করেছেন প্রতিবাদীরা। গোল করে অনেকে দাঁড়িয়ে আছেন। গানে, কবিতায় নাটকে চলছে রাতদখল। রাস্তায় ছবি এঁকে এবং স্লোগান লিখেও প্রতিবাদ জানানো হচ্ছে।

নাগেরবাজারে সেতুর নীচে রাতদখলের জমায়েত।

নাগেরবাজারে সেতুর নীচে রাতদখলের জমায়েত। —নিজস্ব চিত্র।

লেকটাউনে রাস্তার ধারে রাতদখলের জমায়েত।

লেকটাউনে রাস্তার ধারে রাতদখলের জমায়েত। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২২:২৬ key status

সোদপুরেও জমায়েত

আরজি করে নিহত চিকিৎসকের বাড়ির এলাকায় রাতদখল কর্মসূচির আয়োজন করা হয়েছে অভয়া মঞ্চের তরফে। সোদপুরে আলাদা করে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বাড়ছে জমায়েত।

সোদপুর মোড়ে রাতদখলের জমায়েত।

সোদপুর মোড়ে রাতদখলের জমায়েত। —নিজস্ব চিত্র।

Advertisement
timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২২:২৩ key status

যাদবপুরে রাতদখল

এক বছর আগে রাতদখল কর্মসূচিতে বিশেষ ভূমিকা ছিল যাদবপুরের। এ বছরও অন্যথা হল না। এইটবি মোড়ে বৃহস্পতিবার রাতে জমায়েত হয়েছে।

যাদবপুর এইটবি মোড়ে প্রতিবাদ কর্মসূচি।

যাদবপুর এইটবি মোড়ে প্রতিবাদ কর্মসূচি। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২২:১২ key status

হাওড়াতেও রাতদখল

আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে এবং সার্বিক ভাবে নারী নির্যাতনের প্রতিবাদে হাওড়ার বিভিন্ন এলাকায় অভয়া মঞ্চের ডাকে রাতদখল কর্মসূচির আয়োজন করা হয়েছে। সাতরাগাছি মোড়, কদমতলা পাওয়ার হাউস মোড়ে জমায়েত হয়েছে। সেখান থেকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান উঠছে। 

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২১:৫৭ key status

রাসবিহারীর মোড়ে জমায়েত

রাসবিহারীর মোড়েও রাতদখলের কর্মসূচি আয়োজন করা হয়েছে। সেখানে রয়েছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার। আন্দোলনকারী অন্য জুনিয়র ডাক্তারেরাও রাসবিহারীতে রয়েছেন।

রাসবিহারীর মোড়ে দেবাশিস হালদারেরা।

রাসবিহারীর মোড়ে দেবাশিস হালদারেরা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২১:৪৪ key status

শ্রীরামপুরে রাতদখল

শ্রীরামপুরেও রাতদখল চলছে। জাতীয় পতাকা এবং ব্যানার হাতে অনেকে পথে নেমেছেন। আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে ব্যানার ধরেছেন তাঁরা। মিছিলে হাঁটছেন।

শ্রীরামপুর বটতলায় রাতদখল।

শ্রীরামপুর বটতলায় রাতদখল। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২১:২৯ key status

বর্ধমানে রাতদখল

বর্ধমানেও রাতদখল কর্মসূচির আয়োজন করা হয়েছে। কার্জন গেটের সামনে জমায়েত করেছেন অনেকে। আরজি করে নির্যাতিতার জন্য বিচার চেয়ে এক বছর আগেও একই ভাবে এখানে জমায়েত করা হয়েছিল।

বৃহস্পতিবার বর্ধমানের কার্জন গেটের সামনে প্রতিবাদ কর্মসূচি।

বৃহস্পতিবার বর্ধমানের কার্জন গেটের সামনে প্রতিবাদ কর্মসূচি। —নিজস্ব চিত্র।

বর্ধমানের কার্জন গেটের সামনে জমায়েত।

বর্ধমানের কার্জন গেটের সামনে জমায়েত। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২১:২৬ key status

সোনারপুরে উত্তেজনা

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে রাতদখল কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। মূলত ‘অভয়া মঞ্চ’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন। অভিযোগ, তাতে বাধা দেওয়া হয়েছে। অভয়ামঞ্চের দাবি, সোনারপুরে তাদের মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি। তারস্বরে মাইক বাজিয়ে কর্মসূচিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা চলছে। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন। 

সোনারপুরে রাতদখল কর্মসূচি।

সোনারপুরে রাতদখল কর্মসূচি। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২১:২২ key status

দুর্গাপুরে রাতদখল

দুর্গাপুর শহরেও বৃহস্পতিবার আরজি করের ঘটনার প্রতিবাদে কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দুর্গাপুরে রাতদখলের জমায়েতে ছোটদের অনুষ্ঠান।

দুর্গাপুরে রাতদখলের জমায়েতে ছোটদের অনুষ্ঠান। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২১:০৭ key status

শ্যামবাজারে কালীগঞ্জের তমন্নার মা

উপনির্বাচনের ফলপ্রকাশের দিন নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু হয় ন’বছরের তমন্না খাতুনের। তৃণমূলের বিজয়মিছিল থেকে তার দিকে বোমা ছোড়া হয়েছিল বলে অভিযোগ। সেই তমন্নার মা আরজি করের ঘটনার বিচারের দাবিতে রাতদখল কর্মসূচিতে যোগ দিয়েছেন। শ্যামবাজারের মঞ্চে তাঁকে দেখা গিয়েছে।

শ্যামবাজারে তমন্না খাতুনের মা।

শ্যামবাজারে তমন্না খাতুনের মা। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২১:০৫ key status

অশোকনগরে রাতদখল

অশোকনগরেও রাত ৮টার পর থেকে রাতদখলের জমায়েত বাড়তে শুরু করেছে। আলাদা মঞ্চ প্রস্তুত করা হয়েছে। 

অশোকনগরে জমায়েত। বৃহস্পতিবার।

অশোকনগরে জমায়েত। বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২০:৫৬ key status

ঘাটালে জমায়েত

আরজি করের ঘটনার প্রতিবাদে এবং নির্যাতিতার জন্য বিচার চেয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরেও জমায়েত হয়েছে। জাতীয় পতাকা এবং ব্যানার হাতে পথে নেমেছেন অনেকে।

ঘাটাল শহরে রাতদখলের জমায়েত। বৃহস্পতিবার।

ঘাটাল শহরে রাতদখলের জমায়েত। বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২০:৪৫ key status

শ্যামবাজারে জমায়েত

রাতদখলের ডাক দেওয়া হয়েছিল শ্যামবাজারে। সেই মতো বহু মানুষ পাঁচ মাথার মোড়ে জড়ো হয়েছেন। রাস্তার এক ধারে ছোট মঞ্চ প্রস্তুত করা হয়েছে। 

শ্য়ামবাজার পাঁচ মাথার মোড়ে জমায়েত। বৃহস্পতিবার।

শ্য়ামবাজার পাঁচ মাথার মোড়ে জমায়েত। বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২০:৪৪ key status

আবার রাতদখল

আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে এক বছর পর নতুন করে পথে নামছেন মানুষ। বৃহস্পতিবার কলকাতা এবং জেলায় জেলায় রাতদখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচিতে জমায়েত বাড়ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy