Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশিত হয়েছে।

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশিত হয়েছে। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১১:৫০
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১১:৫০ key status

কী বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফল প্রকাশিত হল। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। সফল ছাত্রছাত্রীদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আশা করব, তোমরা জীবনের সব ক্ষেত্রে সফল হবে, বাংলার মুখ উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।’’

timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১১:১৯ key status

কী বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিকে উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামী দিনে তোমরা আরও সফল হবে, এই প্রত্যাশা রাখি। তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে।’’ অনুত্তীর্ণদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‘যারা আজ ভাল ফল করতে পারোনি তাদের বলব, হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামী দিনে সাফল্য আসবেই।’’

Advertisement
timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১০:৫৩ key status

অনুত্তীর্ণ কত

পর্ষদের পরিসংখ্যান বলছে, ১ লক্ষ ২২ হাজার ৭৯৫ জন মাধ্যমিকে এ বছর পাশ করতে পারেনি। পরের বছরের পরীক্ষায় তাদের সাফল্য কামনা করেছেন পর্ষদ সভাপতি।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১০:০৮ key status

সর্বকালের সেরা পাশের হার

পর্ষদ জানিয়েছে, এ বছর মাধ্যমিকের পাশের হার সর্বকালের সেরা— ৮৬.৫৬ শতাংশ।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১০:০৭ key status

কোন স্থানে কত জন

মাধ্যমিকের ষষ্ঠ স্থানে এ বছর রয়েছে পাঁচ জন, সপ্তম স্থানে রয়েছে পাঁচ জন, অষ্টম স্থানে কলকাতার ওই ছাত্রী-সহ রয়েছে মোট ১৬ জন। এ ছাড়া, নবম স্থানে ১৪ জন এবং দশম স্থানে ১৬ জন পরীক্ষার্থীর নাম রয়েছে।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:৫৩ key status

কোন গ্রেডে কত জন

এ বছরও মাধ্যমিকে রয়েছে গ্রেড ব্যবস্থা। সর্বোচ্চ ‘এএ’ গ্রেড পেয়েছে ১০,৬৫৯ জন। ‘এ+’ গ্রেড পেয়েছে ২৫,৮২০ জন এবং ‘এ’ গ্রেড পেয়েছে ৯১,২৩৭ জন।

Advertisement
timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:৫২ key status

প্রথম দশে কলকাতার এক

প্রথম দশ জনের মেধাতালিকায় মোট ৬৬ জন রয়েছে। তাদের মধ্যে এক জন কলকাতার। বাগবাজারের রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অবন্তিকা রায় অষ্টম স্থান অধিকার করেছে। সে পেয়েছে ৬৮৮।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:৫০ key status

মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা

মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা রইল এই লিঙ্কে

timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:৪৮ key status

মাধ্যমিকে পঞ্চম কারা

এ বছর মাধ্যমিকে পঞ্চম হয়েছে চার জন। তাদের মধ্যে হুগলি থেকেই রয়েছে তিন জন— সিঞ্চন নন্দী, মহম্মদ আসিফ এবং দীপ্তজিৎ ঘোষ। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনার সোমতীর্থ করণও পঞ্চম হয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:৩৯ key status

চতুর্থ স্থানে দু’জন

মাধ্যমিকে এ বছর চতুর্থ স্থানে রয়েছে দু’জন। পূর্ব বর্ধমানের মহম্মদ সেলিম এবং পূর্ব মেদিনীপুরের সুপ্রতীক মান্নার প্রাপ্ত নম্বর ৬৯২।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:৩৭ key status

মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার ঈশানী

মাধ্যমিকে তৃতীয় স্থানে বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৯৩।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:৩৪ key status

দ্বিতীয় অনুভবের স্বপ্ন

মালদহের অনুভব মাধ্যমিকে দ্বিতীয়। সে চিকিৎসক হতে চায়। গোয়েন্দা গল্প পড়তে ভালবাসে। আগামী দিনে পশ্চিমবঙ্গ বোর্ড ছাড়তে চায় অনুভব। দিল্লি বোর্ডে পড়াশোনা করবে বলে জানিয়েছে।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:২৬ key status

মাধ্যমিকে দ্বিতীয় কারা

এ বছর মাধ্যমিকে দ্বিতীয় স্থানে আছে দু’জন। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস (৬৯৪) এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল (৬৯৪)।



timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:২০ key status

মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ থেকে

প্রথম হয়েছে রায়গঞ্জের আদৃত সরকার। সে পেয়েছে ৬৯৬।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:১৯ key status

মাধ্যমিকের প্রথম দশে ৬৬ জন

পর্ষদ সভাপতি জানিয়েছেন, এ বছর মাধ্যমে প্রথম দশে আছে ৬৬ জন। তবে প্রথম হয়েছে এক জনই।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:১৬ key status

পাশের হার বেড়েছে

গত বারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬ শতাংশ। গত বার ছিল ৮৬.৩১ শতাংশ।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:১৩ key status

পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। তার পর যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:১২ key status

সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিকের ফল ঘোষণা করছেন। তাঁর সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত আছেন পর্ষদ সচিব।

timer শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:০৯ key status

সাংবাদিক বৈঠক করছে পর্ষদ

সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক শুরু হয়েছে। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে এই বৈঠকে। পরে সম্পূর্ণ ফলাফল ওয়েবসাইটে আপলোড করা হবে।

timer শেষ আপডেট: ০১ মে ২০২৫ ২৩:৫৮ key status

মোবাইল সঙ্গে থাকলেই বাতিল করা হয়েছে পরীক্ষা

গত বছরের মতো চলতি বছরেও মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরীক্ষা চলাকালীন কেউ মোবাইল সমেত ধরা পড়লে পরীক্ষা বাতিল হবে। ২০২৪-এ মোট ১৪৫ জনের পরীক্ষা বাতিল হয়েছিল। চলতি বছরে সেই সংখ্যা কমে হয়েছে ১৯ জন, যাদের পরীক্ষা বাতিল করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy