বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ অংশীদারিতে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের খিদিরপুর ডকে পণ্য ওঠানো-নামানোর কাজ শনিবার শুরু হল। প্রায় ১৯০ কোটি টাকা ব্যয়ে কন্টেনার-সহ বিভিন্ন ভারী পণ্য সামলানোর পরিকাঠামো তৈরি করা হয়েছে। আপাতত বছরে ২০ ফুট মাপের ১ লক্ষ ৬৫ হাজার কন্টেনার ছাড়াও ৩.৩ লক্ষ টন অন্যান্য পণ্য ওঠানো-নামানোর কাজ করা যাবে। ভবিষ্যতে এই পরিমাণ আরও বাড়বে বলে বন্দর সূত্রের খবর।
এ দিন সূচনা অনুষ্ঠানে বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমন এবং ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহী উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার হলদিয়া ডকের পাঁচ নম্বর বার্থ যান্ত্রিক ব্যবস্থায় পণ্য ওঠানো-নামানোর কাজের জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। ওই সংস্থা ৩৪৩ কোটি ৫৮ লক্ষ টাকা খরচ করে যান্ত্রিক ব্যবস্থা চালুর পরিকল্পনা, পরিকাঠামো নির্মাণ এবং পরিচালনার কাজ করবে বলে জানা গিয়েছে।
বন্দর কর্তৃপক্ষের তরফে আশা প্রকাশ করা হয়েছে যে, নতুন এই চুক্তির ফলে বন্দরের আধুনিকীকরণ ছাড়াও পণ্য পরিবহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)