Advertisement
২৩ এপ্রিল ২০২৪
LOcal Train service

রাজ্যে চালু হল লোকাল ট্রেন, স্বাস্থ্যবিধি নিয়ে কড়া নজরদারি

আজ থেকে শিয়ালদহ ডিভিশনে ৪১৩টি এবং হাওড়া ডিভিশনে চলবে ২০২টি লোকাল ট্রেন চলবে।

ট্রেনের কামরায় যাত্রীরা। ছবি- সোমনাথ মণ্ডল।

ট্রেনের কামরায় যাত্রীরা। ছবি- সোমনাথ মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ০৮:০৯
Share: Save:

প্রায় সাড়ে ৭ মাস পর রাজ্যে চালু হল লোকাল ট্রেন। বুধবার ভোররাত থেকেই হাওড়া, শিয়ালদহ এবং খড়্গপুর ডিভিশনে শুরু হয়েছে রেল পরিষেবা। করোনা সুরক্ষাবিধির কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেক স্টেশনে। অধিকাংশ জায়গায় যাত্রীরাও সুরক্ষাবিধি মেনে চলছেন। গোটা প্রক্রিয়ায় কড়া নজরদারি চালাচ্ছে রেল পুলিশ এবং রাজ্য প্রশাসন।

আজ থেকে শিয়ালদহ ডিভিশনে ৪১৩টি এবং হাওড়া ডিভিশনে চলবে ২০২টি লোকাল ট্রেন চলবে। অফিসটাইমে ভিড়ের কথা মাথায় রেখে সকাল ৮টা থেকে সকাল ১১টার মধ্যে চালানো হবে বেশি সংখ্যক ট্রেন। দৈনিক এবং সিজন টিকিটের জন্য হাওড়া ও শিয়ালদহ স্টেশনের বাইরে ইতিমধ্যেই যাত্রীদের লম্বা লাইন পড়েছে। টিকিটের লাইনেও দূরত্ববিধির বিষয়টি নজরদারি চালাচ্ছে পুলিশ।

করোনাভাইরাসের জেরে লকডাউন জারি হওয়ার পর থেকে বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ট্রেনের কামরার ভিতর একটি আসন ছেড়ে বসার জন্য যাত্রীদের বলা হচ্ছে। স্টেশনে স্টেশনে ভিডিয়ো দেখিয়ে সতর্কতামূলক প্রচারও করা হচ্ছে রেলের তরফে। ট্রেন সফর করত গেলে মাস্ক পরা বাধ্যতামূলক। যাত্রীরা নিয়ম মানছেন কি না নজর রাখা হচ্ছে সে দিকেও।

শিয়ালদহ টিকিট কাউন্টারে লাইন। নিজস্ব চিত্র।

এ দিন ভোর থেকেই শিয়ালদহ স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন। শিয়ালদহ থেকে সকালেই ছেড়েছে নৈহাটি, ব্যারাকপুর, রাণাঘাট, কৃষ্ণনগর যাওয়ার লোকাল। বারাসাত, হাসনাবাদ লাইনেও শুরু হয়েছে পরিষেবা। শিয়ালদহ দক্ষিণ শাখাতেও শুরু হয়েছে পরিষেবা। বজবজ, ডায়মন্ড হারবার, লক্ষীকান্তপুরের উদ্দেশে ট্রেন ছেড়েছে শিয়ালদহ থেকে। দমদম, নিউ গড়িয়ার মতো মেট্রো সংলগ্ন স্টেশনগুলিতেও রয়েছে বিশেষ নজরদারি। ট্রেন থেকে নেমে যারা মেট্রো ধরার জন্য আসবেন, সেই সব গেটেও ভিড় নিয়ন্ত্রণে তৎপর রেল পুলিশ।

ট্রেনে চড়া অধিকাংশ যাত্রীর মুখে দেখা গিয়েছে মাস্ক। সোশ্যাল ডিসট্যান্সিং মেনেই যাত্রীরা দাঁড়িয়ে ছিলেন টিকিটের লাইনে। ট্রেন চালু হতেই নিত্যযাত্রীরা আসতে শুরু করেছেন নিজের কর্মক্ষেত্রে। তাঁরা জানাচ্ছেন, ট্রেন চালু হওয়া স্বস্তি দিচ্ছে তাঁদের। কারণ, ট্রেন চলায় যেমন সময়ে অফিস পৌঁছতে পারবেন, তেমনই খরচও অনেক বাঁচবে। তাঁদের মতে, আরও আগেই চালু হওয়া উচিত ছিল লোকাল ট্রেনের পরিষেবা।

আরও পড়ুন: কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণের কাপ জনতার হাতেই

আরও পড়ুন: ছটে একগুচ্ছ নিষেধাজ্ঞা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Railway Local Train Howrah Sealdah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE