Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৪ জানুয়ারি ২০২২ ই-পেপার

প্রেম করে বিয়ে, পরিবারকে সামাজিক বয়কট!

ওই দম্পতির অভিযোগ, ঘটনার কথা থানায় ও মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু সুরাহা হয়নি।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল ২৯ অক্টোবর ২০১৮ ১৪:৩৯
গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

ছেলে প্রেম করে বিয়ে করেছেন। ছেলের বাবার দোকানে আসছেন না খদ্দেররা। বাড়িতে যাওয়া বন্ধ করেছেন পুরোহিতও।

অভিযোগ, প্রেম করে বিয়ে করার জন্য রীতিমতো হেনস্থার মুখে পড়তে হচ্ছে ঘাটাল পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের গড় প্রতাপনগরের এক দম্পতিকে। পরিস্থিতি প্রায় সামাজিক বয়কটের পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ।

ওই দম্পতির অভিযোগ, ঘটনার কথা থানায় ও মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু সুরাহা হয়নি। ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাস ঘোষ বললেন, “বিষয়টি শুনেছি।আমি খোঁজ নেব।” পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

আরও পডু়ন: ‘আপনি তো মহিলা, ২০ নয় হাওড়া যেতে ১০০ টাকা লাগবে’

সূত্রের খবর, সম্প্রতি ঘাটাল শহরের গড়প্রতাপ নগরের এক যুবক পাড়ারই এক তরুণীকে বিয়ে করেন। দীর্ঘদিন ধরেই দু’জনের সম্পর্ক ছিল। বিষয়টি গ্রামের লোক জানলেও কেউ আমল দিতেন না। ওই যুবকের বাবার অভিযোগ, “ছেলে বিয়ে করার পরই পাড়ার লোকের একাংশ নানা রকম হুমকি দিতে শুরু করে। বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে চাপ দেওয়া হচ্ছে। আমার চায়ের দোকানে খদ্দের আসা বন্ধ হয়ে গিয়েছে। বাড়িতে পুরোহিতও আসছেন না।এক প্রকার বয়কটের শিকার।”

আরও পড়ুন: ‘বারণ শুনল না, চিরদিনের মতো চলে গেল’, আক্ষেপ মায়ের

ওই এলাকাতেই বাড়ি ঘাটাল পুরসভার উপ-পুরপ্রধান স্বপন মালিকের। তিনি বললেন, “সেরকম কিছু নয়। সমস্যা একটা হয়েছিল। মিটে যাবে।”

আরও পড়ুন

Advertisement