Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হামলা, পাল্টা হামলার নালিশে উত্তপ্ত বারাবনি

কুলটি থেকে প্রচার সেরে শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন বারাবনি পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান জিতেন্দ্র পাসোয়ান।

ধর্নায় বাবুল। —নিজস্ব চিত্র।

ধর্নায় বাবুল। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
বারাবনি শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ০২:৫৪
Share: Save:

রাজনৈতিক কারণে মারধর, হামলার জোড়া অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত তেতে রইল পশ্চিম বর্ধমানের বারাবনি। নিষ্ক্রিয়তার অভিযোগে আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারের অপসারণ দাবি করেছেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। পুলিশ অভিযোগ মানেনি। পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনার দাবি, ‘‘বারাবনির পরিস্থিতি স্বাভাবিক।’’

কুলটি থেকে প্রচার সেরে শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন বারাবনি পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান জিতেন্দ্র পাসোয়ান। তাঁর অভিযোগ, ‘‘তৃণমূলের পতাকা দেখেই মাজিয়াড়া গ্রামে বাবুলের নেতৃত্বে বিজেপি কর্মীরা গাড়ি আটকে আমাকে মারধর করে।’’ তৃণমূলের দাবি, মারধরে জিতেন্দ্রবাবুর মাথা ফাটে। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। অভিযোগ মানেননি বাবুল। তাঁর দাবি, ‘‘মাজিয়াড়া গ্রামে আমাদের প্রচার চলছিল। উনি (জিতেন্দ্র) মত্ত অবস্থায় গাড়ি নিয়ে ধাক্কা মারতে যান। গালিগালাজ করেন।’’ অভিযোগ মানেনি তৃণমূল।

জিতেন্দ্রবাবুকে মারধরের খবর ছড়াতেই দোষীদের গ্রেফতারের দাবিতে বারাবনি থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল। বাবুল-সহ কয়েক জন বিজেপি নেতা, কর্মীর নামে থানায় অভিযোগও করে তারা। শনিবার পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। এ দিন আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিন জেল-হাজতের নির্দেশ দেন। ঘটনার প্রতিবাদে এ দিন সকালে মাজিয়াড়া রোডে অবরোধ করে তৃণমূল।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

তৃণমূলের বিরুদ্ধে এ দিন বারাবনিতেই হামলার অভিযোগ করেছে বিজেপি-ও। দলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আকবর হুসেনের অভিযোগ, ‘‘প্রায় কুড়ি জন তৃণমূল কর্মী বাড়িতে ভাঙচুর চালায়। দলের কয়েক জনের বাড়িতেও হামলা হয়।’’ যদিও আসানসোল পুরসভার মেয়র তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির দাবি, ‘‘বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’’

হামলার অভিযোগে এ দিন দুপুর ২টো থেকে প্রায় আড়াই ঘণ্টা জেলাশাসক (পশ্চিম বর্ধমান) শশাঙ্ক শেঠির দফতরের সামনে অবস্থান করে বিজেপি। যোগ দেন বাবুলও। তাঁর মন্তব্য, ‘‘তৃণমূলের যথেচ্ছ হামলার বিষয়টি পুলিশ কমিশনারকে বারবার জানিয়েও লাভ হয়নি। কমিশনারের অপসারণের দাবি জানিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনে চিঠি দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE