Advertisement
১৬ মে ২০২৪

বিজেপি সরব মুনমুনের মন্তব্য নিয়ে

ব্যক্তি বাবুল সুপ্রিয়ের প্রশংসা করেন মুনমুন, ‘খুব মিষ্টি ছেলে’, ‘ভীষণ মিষ্টি ব্যবহার’ ইত্যাদি শব্দবন্ধে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
আসানসোল শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ০৪:৪১
Share: Save:

আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের একটি মন্তব্য নিয়ে ‘সোশ্যাল মিডিয়া’য় সরব হয়েছে বিজেপি। তবে তৃণমূল ‘পুরোটাই অনর্থক জলঘোলার রাজনীতি’ বলে উড়িয়ে দিয়েছে।

এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে সপ্তাহ দুয়েক আগে দেওয়া ওই সাক্ষাৎকারে ভোটে লড়ার পরিসর নিয়ে মুনমুন মন্তব্য করেছিলেন, ‘‘কে আমার সামনে দাঁড়াল, আমার বাড়ির কাজের লোক বা অন্য দেশের প্রধানমন্ত্রী, এটা আমার কাছে বিবেচ্য নয়। আমার কাজ হচ্ছে ভোট।’’

এর পরেই ব্যক্তি বাবুল সুপ্রিয়ের প্রশংসা করেন মুনমুন, ‘খুব মিষ্টি ছেলে’, ‘ভীষণ মিষ্টি ব্যবহার’ ইত্যাদি শব্দবন্ধে। কিন্তু আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল মুনমুনের মন্তব্যের প্রাথমিক অংশটুকু নিয়ে সম্প্রতি ‘টুইটার’-এ সরব হন। লেখেন, ‘ওনাকে বলি, বহু গরিব মানুষ ‘চাকর-বাকর’-এর কাজ করে ছেলেমেয়েদের মানুষ করে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়। সোনার চামচ মুখে নিয়ে জন্মে ওনার তা জানা কথা নয় কিন্তু গরিব মানুষকে অপমান করার অধিকার ওনাকে কে দিল’? ‘টুইটার’-এ দুই পর্বে ‘ভিডিয়ো পোস্ট’ করেও বাবুল তোপ দাগেন মুনমুন ও তৃণমূলের বিরুদ্ধে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় সেই ভিডিয়ো ‘রিটুইট’ করে ‘মুনমুন সেনদি’-র প্রতি লেখেন, ‘‘দয়া করে নিজের মর্যাদা নষ্ট করবেন না। আপনি এ সবের অনেক ঊর্ধ্বে।’’ মঙ্গলবারেও তা নিয়ে নানা মন্তব্য হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ ব্যাপারে এ দিন বহু চেষ্টা করেও মুনমুনের বক্তব্য পাওয়া যায়নি। জবাব আসেনি ‘এসএমএস’-এর। আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির দাবি, ‘‘আমাদের প্রার্থী বোঝাতে চেয়েছেন ভোট-ময়দানে ওঁর বিপক্ষে যে কেউ দাঁড়াতে পারেন। উনি ভিন্-দেশের প্রধানমন্ত্রীর কথাও বলেছেন। সে দিকে নজর না দিয়ে অযথা বিতর্ক তৈরি করছে বিজেপি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE