Advertisement
E-Paper

জেতা আসন ছাড়তে নারাজ সিপিএম, রাহুল-অধীর বৈঠক

প্রদেশ কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরীকে ডেকে পাঠিয়ে বাংলায় দলের সাংগঠনিক অবস্থা এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন রাহুল গাঁধী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ২০:৫২

বাংলায় লোকসভা নির্বাচনে সিপিএমকংগ্রেসের আসন সমঝোতার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে তৎপর হলেন দু’দলেরই কেন্দ্রীয় নেতৃত্ব। গত বার সিপিএমের জেতা দুই আসন রায়গঞ্জ ও মুর্শিদাবাদ ঘিরে জট ছাড়ানোই এখন দু’পক্ষের সামনে প্রধান সমস্যা। দিল্লিতে দু’দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনার পরে সোমবার সিপিএম জানিয়ে দিয়েছে, তারা রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনে লড়াই করবে। তবে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ সব ভোটকে একত্রিত করতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় তারা প্রস্তুত।

বৈঠকের শেষে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘‘বাংলায় কংগ্রেস ও সিপিএমের হাতে এখন ৬টি আসন আছে। ওই ৬টি আসনে কেউ কারও বিরুদ্ধে প্রার্থী দেবে না, এটাই আমাদের অবস্থান। বাকি আসনের বিষয়ে কলকাতায় আগামী ৮ মার্চ রাজ্য বামফ্রন্টের বৈঠকে আলোচনা হবে।’’

একই দিনে প্রদেশ কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরীকে ডেকে পাঠিয়ে বাংলায় দলের সাংগঠনিক অবস্থা এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন রাহুল গাঁধী। মুর্শিদাবাদ আসন নিয়ে জটিলতা কেন, তা-ও জানতে চেয়‌েছেন কংগ্রেস সভাপতি। অধীরবাবু তাঁকে জানিয়েছেন, গত বার জিতেছিল বলে মুর্শিদাবাদ আসনের উপরে সিপিএমের দাবি স্বাভাবিক। কিন্তু মাঝের পাঁচ বছরে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। প্রথমে কংগ্রেস ভেঙেছে তৃণমূল। এখন আবার তৃণমূল এবং সিপিএম ছেড়ে কর্মীরা কংগ্রেসে যোগ দিচ্ছেন। মুর্শিদাবাদ কেন্দ্রে কংগ্রেস কর্মীদের সিপিএমের প্রতীকে ভোট দিতে রাজি করানো মুশকিল, এই কথাই রাহুলকে জানিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন: বিকানেরে ঢুকে পড়ল পাক ড্রোন, ক্ষেপণাস্ত্রে ঘায়েল করল বায়ুসেনা​

আরও পড়ুন: পাক জঙ্গি ঘাঁটিতে অভিযান চলবে! ইঙ্গিত বায়ুসেনা প্রধানের বক্তব্যেও​

পরে অধীরবাবু বলেন, ‘‘রাহুলজি যা যা জানতে চেয়েছিলেন, ওঁকে বলেছি। তার পরে যা সিদ্ধান্ত নেওয়ার, তিনি নেবেন।’’ শেষ পর্যন্ত কংগ্রেস বাংলায় তৃণমূলের হাত ধরতে পারে বলে নানা মহলে যে গুঞ্জন চলছে, সেই প্রসঙ্গে রাহুলের সঙ্গে তাঁর কোনও আলোচনা হয়নি বলে অধীরবাবুর বক্তব্য। রাহুলের সঙ্গে বৈঠক সেরে বেরোনোর পথে এ দিন বহরমপুরের কংগ্রেস সাংসদের আলাপ হয়েছে প্রিয়ঙ্কা বঢরার সঙ্গেও।

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

Lok Sabha Election 2019 CPM Congress Rahul Gandhi Sitaram Yechuri Adhir Ranjan Chowdhury West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy