পশ্চিমবঙ্গের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের জন্য বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি দিল প্রতিরক্ষা মন্ত্রক। বিভিন্ন পর্যায়ে লাগাতার জেলা সফরের জন্য কপ্টার চেয়েছিলেন তিনি। রাজ্যের অপর পর্যবেক্ষক অজয় নায়েকের জন্যও নবান্নের কাছে কপ্টার চেয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু রাজ্য তা ব্যবস্থা করতে পারেনি। শেষ পর্যন্ত অবশ্য প্রতিরক্ষা পশ্চিমবঙ্গে ভোট পরিচালনার জন্য আসা দুই পর্যবেক্ষককে বায়ুসেনার কপ্টার ব্যবহারের অনুমতি দিয়েছে।
কমিশনের এক কর্তা বলেন, ‘‘এই ঘটনা প্রমাণ করছে কেন্দ্রীয় সরকার বাংলায় অবাধ নির্বাচন করাতে বদ্ধ পরিকর। সেই কারণে ব্যতিক্রমী হলেও প্রতিরক্ষা মন্ত্রক পর্যবেক্ষকদের জন্য হেলিকপ্টার ব্যবহারের অনুমতি দিয়েছে।’’
যদিও বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে’কে শনিবার বাগডোগড়া থেকে সড়কপথে মালদহে পৌঁছতে হয়েছে। আজ, রবিবার তিনি নতুন পুলিশ সুপারসহ রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে শেষ পর্যায়ের ভোট প্রস্তুতির হিসাব নেবেন। এ দিন তিনি বলেন,‘‘প্রতিরক্ষা মন্ত্রক কপ্টার দিতে রাজি হওয়ায় জেলায় জেলায় যাওয়া অনেকটাই সহজ হবে। সময় বাঁচবে। এত দিন এ নিয়ে সমস্যা হচ্ছিল। তা মিটে গিয়েছে।’’