কলকাতায় প্রদেশ কংগ্রেস অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেছিলেন প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ। মঙ্গলবার তমলুকে জেলা কংগ্রেস অফিসে দলের কর্মীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা করলেন তিনি। সভার পর প্রত্যয়ী লক্ষণের দাবি, জিতবেন তিনিই। প্রদেশ সভাপতি সোমেন মিত্র তমলুক লোকসভা কেন্দ্র থেকে লক্ষণ প্রার্থী হওয়ার বিষয়ে জানালেও সরকারি ভাবে এখনও দলের তরফে তাঁর নাম ঘোষণা হয়নি। তবে তাঁর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে।
এদিন বিকেল ৪টে নাগাদ লক্ষ্মণ আসার আগেই জেলা কংগ্রেস কার্যালয়ে আসেন দলের জেলা সভাপতি মানিক ভৌমিক-সহ বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা। লক্ষ্মণবাবু তাঁর ঘনিষ্ঠ প্রণব দাস, সুদর্শন মান্না, ময়নার প্রাক্তন সিপিএম বিধায়ক মুজিবর রহমান, তমলুক পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি শক্তিপদ বেরা সহ বেশ কিছু অনুগামীকে নিয়ে জেলা কংগ্রেস কার্যালয়ে আসেন। সেখানে তাঁকে ফুলের তোড়ায় অভ্যর্থনা জানান মানিকবাবু। কার্যালয় প্রাঙ্গণে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয়কুমার মুখোপাধ্যায়, প্রাক্তন সাংসদ সতীশ সামন্ত ও স্বাধীনতা সংগ্রামী রজনীকান্ত প্রামাণিকের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান লক্ষ্ণণবাবু। সাংবাদিক বৈঠকে মানিকবাবু বলেন, ‘‘কংগ্রেসের ওয়ার্কিং কমিটি লক্ষ্মণবাবুকে দলে নেওয়ায় সম্মতি দিয়েছেন। প্রদেশ সভাপতি স্বয়ং লক্ষ্মণবাবুর হাতে দলের পতাকা তুলে দিয়েছেন। আমরাও তাঁর প্রার্থীপদকে সমর্থন জানাচ্ছি।’’