আসন্ন লোকসভা নির্বাচনে দলের রাজনৈতিক ও সাংগঠনিক কাজ পরিচালনার জন্য ১২ জনের নির্বাচনী কমিটি গড়ে দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রবিবার জানান, ওই কমিটিতে থাকছেন সুব্রত বক্সী, পার্থবাবু নিজে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মলয় ঘটক, জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত মুখোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন। লোকসভা ভোটে যাঁরা তৃণমূলের প্রার্থী হতে ইচ্ছুক, তাঁদের মমতার কাছে আবেদন করে আবেদনপত্রের প্রতিলিপি দিতে হবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বক্সীকে। নির্বাচনী প্রচার এবং প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করে তা মমতার কাছে পাঠানো— এ সবই হবে ওই কমিটির কাজ। তৃণমূল ভোটের মাঠে নামবে কবে? পার্থবাবুর জবাব, ‘‘আমাদের মাঠ খুঁজতে হবে না! আমরা মাঠেই আছি।’’
একই সঙ্গে নাম না করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি পার্থবাবুর কটাক্ষ, ‘‘যাঁরা বাইরে থেকে হেলিকপ্টারে উড়ে এসে ফিরে যান, তাঁদের মাঠ খুঁজতে হয়!’’