‘ঠাকুমা’র ভোট দিয়ে দিচ্ছেন ছাত্রনেতা নাতি। তা-ও আবার এক জন নয়, দুই ‘ঠাকুমা’র ভোট। কোথাও বুথে ঢুকে পড়ছেন অন্য এলাকার ভোটার। আরামবাগ লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে এমনই নানা অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভিডিয়োয় এমন ছবি ধরা পড়লেও তা অস্বীকার করেছেন তৃণমূলের আরামবাগের প্রার্থী অপরূপা পোদ্দার।
তারকেশ্বর বিধানসভার তালপুর নস্করপাড়া ১১০ নম্বর বুথে অভিযোগ উঠছে, দুই বৃদ্ধার ভোট দিয়ে দিয়েছেন তৃণমূলের ছাত্র নেতা মহারাজ নাগ। একটি ভিডিয়োতেও সেই ছবি ধরা পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার।
ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে ভোটযন্ত্রের পাশে দাঁড়িয়ে বাঁ হাত বাড়িয়ে ভোট দিচ্ছেন মহারাজ। কিছুক্ষণ পর এক হলুদ শাড়ি পরা বৃদ্ধা যখন ভোট দিতে যাচ্ছেন, তখন মহারাজ বলছেন, ‘‘ভোট দেওয়া হয়ে গিয়েছে। আমি দিয়ে দিয়েছি।’’ আরও কিছু সময় পর সাদা শাড়ি পরা অন্য এক বৃদ্ধাকে নিয়ে যাচ্ছেন মহারাজ। তিনি আবার ইভিএমের কাছে যাওয়ার আগেই ভোট দিয়ে দিয়েছেন মহারাজ।
এর পর আরামবাগের ঘোষপুকুর ঈষানপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথ। এই বুথে আবার ঢুকে পড়েছেন দুই বহিরাগত। সেই সময় বুথের বাইরে থেকে এক বা একাধিক ব্যক্তি ভিডিয়ো তুলছিলেন। তাঁরাই ওই দু’জনকে প্রশ্ন করলেন, ‘‘আপনারা তো এই বুথের ভোটার নন, কেন এসেছেন? কী করতে এসেছেন?’’ এই প্রশ্ন তুলতেই ওই দু’জন বুথ থেকে বেরিয়ে চম্পট দিলেন।
আরও পডু়ন: ফোন করলে ধরেন না! মমতার ‘অহঙ্কার’ নিয়ে মোদীর তোপ, পাল্টা আঙুল মমতারও
আরও পডু়ন: তাড়া করতে গিয়ে উল্টে পড়ে ফের জখম অর্জুন সিংহ, দেখুন ভিডিয়ো
বিজেপি এবং সিপিএমের অভিযোগ, দুই বুথের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। কিন্তু গোটা আরামবাগ জুড়েই কার্যত এই পরিস্থিতি। বুথে বুথে ছাপ্পা ভোট দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার বলেন, ‘‘আমার কাছে এই ধরনের কোনও ঘটনার খবর নেই। হয়ে থাকলে পরে খোঁজ নিয়ে জানাব।’’