ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্টাংশের প্রভাব আর তেমন ভাবে পড়ছে না এই রাজ্যের আবহাওয়ায়। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাই থাকবে খটখটে। উত্তরের দুই জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরের উপরে আবার তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। দোসর রয়েছে ঘূর্ণাবর্ত। সপ্তাহের মধ্যভাগে দক্ষিণবঙ্গের দুই জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আগামী পাঁচ দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর রবিবার বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। দোসর রয়েছে ঘূর্ণাবর্ত, যা সমু্দ্র থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। এর গতিবিধির উপরে নজর রাখা হচ্ছে। তবে এর জন্য পশ্চিমবঙ্গে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
আরও পড়ুন:
সোমবার দক্ষিণবঙ্গের সব জেলা থাকবে খটখটে। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস নেই। বুধ এবং বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তার পরে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে সোম থেকে বুধবার পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সেখানে দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ৫৫ কিলোমিটার। ওই দুই দিন মৎস্যজীবীদের বঙ্গোপসাগরের ওই অংশে যেতে বারণ করা হয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় ঝ়়ড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী শনিবার পর্যন্ত উত্তরের সব জেলা শুষ্কই থাকবে।