রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হল তিনটি শিশুর। একটি শিশুর খোঁজই মেলেনি। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শমসেরগঞ্জের নিমতিতার নতুন শিবনগর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বালুরঘাটগামী একটি ট্রেন একটি লাইন দিয়ে নিমতিতা থেকে ধুলিয়ানের দিকে যাচ্ছিল। অন্য লাইনে চলে আসে একটি মালগাড়ি। আন্ডারপাসে জল জমে থাকায় সেই সময়েই রেললাইন পার হচ্ছিল চারটি শিশু। দু’টি লাইনেই ট্রেন চলে আসায় তারা হতভম্ভ হয়ে ছোটাছুটি করে। কিন্তু ট্রেনে কাটা পড়ে তিন জন। চতুর্থ শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
দুর্ঘটনার অনতিবিলম্বে আশপাশ থেকে স্থানীয়েরা ছুটে গিয়ে আহত শিশুটিকে উদ্ধার করেন। খবর পেয়ে পৌঁছোয় রেল পুলিশ এবং শমশেরগঞ্জ থানার পুলিশ। শুরু হয় উত্তেজনা।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার তিন শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশু। মৃত শিশুদের মধ্যে দু’জনের বাড়ি নতুন শিবনগর এলাকায়। তৃতীয় জন মধুপুরের বাসিন্দা। মৃতদের নাম আরিয়ান শেখ, রিহাত শেখ এবং জিসান শেখ। তিন জনের বয়স যথাক্রমে ৭, ৭ এবং ৯ বছর। তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে পরিবারকে।