আবার রক্তাক্ত মুর্শিদাবাদ। বুধবার রাতে শমসেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে এক হোটেল ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রাহুল বিশ্বাস। তাঁর বয়স ৩৪ বছর। তারবাগান এলাকার বাসিন্দা তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে অন্য ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও সম্প্রতি জাতীয় সড়কের ধারে একটি হোটেল খুলেছিলেন রাহুল। বুধবার রাতে নিজের হোটেলেই বসেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শী ও তাঁর সঙ্গীদের দাবি, সেই সময় অতর্কিতে সেখানে হানা দেয় একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই রাহুলকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। চিৎকার শুনে স্থানীয়েরা ছুটে আসতেই অন্ধকারে গা ঢাকা দেয় আততায়ীরা।
রক্তাক্ত অবস্থায় রাহুলকে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করতে বলেন। সেখানেই নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়েই দ্রুত এলাকায় পৌঁছোন ফরাক্কার এসডিপিও-সহ বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতা বা ব্যবসায়িক বিবাদের জেরে এই খুন হতে পারে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে এবং হামলার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুষ্কৃতীদের খোঁজে এলাকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি।