Advertisement
১৮ মে ২০২৪

মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে ৬৬

পরীক্ষা শেষের ৮৯ দিনের মাথায় আজ, মঙ্গলবার মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সকাল ৯টায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করবে।

কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০১৬ ০৩:৪৩
Share: Save:

কলকাতায় প্রথম সারদা বিদ্যাপীঠের শ্রীজিতা দাস। রাজ্যে নবম। শ্রেয়াংশ চট্টোপাধ্যায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণমিশন। প্রাপ্তনম্বর ৬৭৫। মধুরিমা ঘোষ। পঞ্চম। বার্লো হাই স্কুল। পঞ্চম আদর্শ হাজরা-পূর্ব মেদিনীপুর। পঞ্চম সোহম চৌধুরি-হুগলি। পঞ্চম সৌভিক মণ্ডল-নদিয়া। চতুর্থ রত্নদীপ ভট্টাচার্য। দক্ষিণ দিনাজপুর। চতুর্থ রাজদীপ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর। চতুর্থ তনুজা দাস। আলিপুরদুয়ার। চতুর্থ কৌস্তভ রায়। বর্ধমান। চতুর্থ অনিকেত মিশ্র। পূর্ব মেদিনীপুর। তৃতীয় অনীক ঘোষ, বীরভূম।(৬৮১) দ্বিতীয় রুমিক দত্ত। বর্ধমান দ্বিতীয় তিতাস দুবে, বাঁকুড়া। দ্বিতীয় দেবদত্তা পাল। হুগলী। (৬৮২) তৃতীয় শুভ্রজিত্ মণ্ডল। প্রাপ্তনম্বর (৬৮১) দ্বিতীয় হয়েছেন ৩ জন। প্রথম সৌভিক বর্মণ, কুচবিহার মাথাভাঙা হাইস্কুল। (৬৮৩) প্রথম দশে ৬৬ জন। ২০১৭ সালে ২২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু। এ বছর কোনও ফল অসম্পূর্ণ নেই। কলকাতায় পাশের হার ৯০.৬২%। পাশের হারে দ্বিতীয় কলকাতা। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর।(৯৩.১০%) ছেলেদের মধ্যে পাশের হার ৮৩.৫৬%. মেয়েদের মধ্যে পাশের হার ৮৩.৯৩%. এ বছর পাশের হার ৮২.৭৪% মোট সফল ৯ লক্ষ ২৮ হাজার ৪৬ জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে ১১ লক্ষ। ১০টার পর স্কুল থেকে মার্কশিট।

পরীক্ষা শেষের ৮৯ দিনের মাথায় আজ, মঙ্গলবার মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সকাল ৯টায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা শুরু করছে। ১০টার পরে ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের হাতে। এ বছর মাধ্যমিক পরীক্ষা চলে ১ থেকে ১০ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ৫৩ হাজার ৪৩২। ওয়েবসাইট এবং এসএমএসেও ফল জানা যাবে। মঙ্গলবার বেলা ১১টা থেকে ফল জানা যাবে এই সব ওয়েবসাইটে: www.wbbse.org, http://wbresults.nic.in, www. wb10.knowyourresult.com, www.examctc.com, www.examresult.net. www.indiaresult.com, www.result.westbengaleducation.net, http://results.khaskhabar.com, www.jagranjosh.com, www.indiaccess.com। এ ছাড়া WB10 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৮৮৮৮৭১১, ৫২০৭০, ৫৪২৪২, ৫৬২৬৩, ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩ পাঠালেও ফল মিলবে।

আরও পড়ুন: আগামী বছর মাধ্যমিক শুরু ২২ ফেব্রুয়ারি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhyamik result
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE