Advertisement
১৯ মে ২০২৪

এ বার থেকে ছটেও ছুটি, ঘোষণা মমতার

ছটের দিন ছুটি পাবেন রাজ্য সরকারের সব কর্মীই। এ বছর ছট পুজো ৬ নভেম্বর রবিবার। সেই উপলক্ষে ৭ নভেম্বর, সোমবার সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে জানিয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দফতর। পাশাপাশি এ দিনই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এখন থেকে এই প্রথাই চালু হল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০৪:৩৫
Share: Save:

ছটের দিন ছুটি পাবেন রাজ্য সরকারের সব কর্মীই। এ বছর ছট পুজো ৬ নভেম্বর রবিবার। সেই উপলক্ষে ৭ নভেম্বর, সোমবার সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে জানিয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দফতর। পাশাপাশি এ দিনই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এখন থেকে এই প্রথাই চালু হল।

সরকারি তালিকায় এত দিন ছট পুজো ছিল বিশেষ ছুটির দিন (সেকশনাল হলিডে)। সংশ্লিষ্ট সম্প্রদায়ের কর্মীরা ওই দিন ছুটি পেতেন। এ দিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে পুলিশের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়
বলেন, ‘‘দু’দিন বাদে ছট পুজো। বিহার, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন হিন্দিভাষী রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করেন। বাংলাকে ভালবেসে তাঁরা এখানেই আছেন।... এ বার থেকে ছট পুজোয় ছুটিই থাকবে। সবার জন্য ছুটি।’’

তবে এ দিন নবান্ন থেকে ২০১৭ সালের যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে অবশ্য ছট পুজোকে ‘সেকশনাল হলিডে’ হিসাবেই দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে তা সংশোধন করা হবে বলেই প্রশাসনিক সূত্রের খবর।

আগামী বছরের সরকারি ছুটির তালিকায় দেখা যাচ্ছে, দুর্গা পুজো উপলক্ষে দফতর বন্ধ থাকছে টানা ১৩ দিন। ছুটি শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার, ষষ্ঠীর দিন থেকে। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। অফিস
খুলবে ৯ অক্টোবর, সোমবার।

এ বছর কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নগুলির ডাকা বনধে অধিকাংশ সরকারি কর্মী অফিস করায় মুখ্যমন্ত্রী খুশি হয়ে পঞ্চমীর দিন বাড়তি ছুটি দিয়েছিলেন। আগামী বছরের তালিকায় সে দিন ছুটির উল্লেখ নেই। তবে পরে কোনও কারণে পঞ্চমীর দিনও ছুটি হলে দুর্গাপুজোয় ছুটির বহর বেড়ে ১৬
দিন হবে। কারণ, পঞ্চমীর আগের দু’দিন শনি ও রবিবার, এমনিতেই সরকারি ছুটি।

হিসেব বলছে ছুটি ঘোষণার নিরিখে গোড়া থেকেই বাম আমলকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল সরকার। ২০১০ সালের নভেম্বরে প্রকাশিত বাম সরকারের শেষ বিজ্ঞপ্তি অনুয়ায়ী, ২০১১ সালে সরকারি কর্মীদের ছুটি ছিল ১৭ দিন। এর সঙ্গে সেকশনাল হলিডে ছিল ৪ দিন। সব মিলিয়ে ২১ দিন। চলতি বছরে ৩২ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। আগামী বছরে তাদের জন্য আপাতত বরাদ্দ ৩০ দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chhath puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE