পশ্চিমবঙ্গের নাম পাল্টে বাংলা করা নিয়ে এ বার সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে প্রয়োজনীয় আইনি পদ্ধতি শেষ করা হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কোনও সাড়া মিলছে না। এ ভাবেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনলেন মমতা।
ওই বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘আমি দেখতে পাচ্ছি, রাজনৈতিক অভিসন্ধি নিয়ে প্রতি দিন দেশের নানা ঐতিহাসিক জায়গার নাম পাল্টে দিচ্ছে বিজেপি। স্বাধীনতার পর অনেক জায়গারই নাম পাল্টানো হয়েছে। উড়িষ্যার নাম পাল্টে হয়েছে ওড়িশা, বম্বে হয়েছে মুম্বই, মাদ্রাজ হয়েছে চেন্নাই, ব্যাঙ্গালোর হয়েছে বেঙ্গালুরু। ভাষা ও রাজ্যের মানুষের অনুভূতির কথা মাথায় রেখেই হয়েছে এই সব পরিবর্তন, যা একেবারেই সঠিক সিদ্ধান্ত।’’
এর পরই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ এনেছেন। তাঁর বক্তব্য, সারা দেশে নাম পরিবর্তনের হিড়িক জারি থাকলেও পশ্চিমবঙ্গের জন্য পড়ে থাকছে শুধুই বঞ্চনা। প্রথমে পশ্চিমবঙ্গের নাম ইংরেজিতে ‘বেঙ্গল’, হিন্দিতে ‘বঙ্গাল’ এবং বাংলায় ‘বাংলা’ করার কথা ভেবেছিল রাজ্য। মুখ্যমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গ বিধানসভায় ঐক্যমত্যের ভিত্তিতেই রাজ্যের নাম বদলানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও তিনটি ভাষায় তিন রকম নাম করা সম্ভব নয় বলেই জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর পর নতুন করে ফের সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য বিধানসভায়।