Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mamata Banerjee

Vaccination: দ্বিতীয় ডোজ় নিয়েও কেন সংক্রমণ: মমতা

বৈঠকে উপস্থিত সচিবদের উদ্দেশে তিনি বলেন, ‘‘দু’টো ডোজ় নিলেও সংক্রমণ ঘটছে এবং সেই সংখ্যাটা কম নয়। অনেক বেশি হচ্ছে।’’

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিষয়টি দেখতে হবে। কেন্দ্র জানাক, প্রতিষেধক নেওয়ার পরেও কেন হচ্ছে।” ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিষয়টি দেখতে হবে। কেন্দ্র জানাক, প্রতিষেধক নেওয়ার পরেও কেন হচ্ছে।” ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ০৭:২৪
Share: Save:

টিকার দু’টো ডোজ় নেওয়ার পরেও কেন সংক্রমণ ঘটছে, তা নিয়ে সোমবার প্রশাসনিক বৈঠকে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। এ দিন বৈঠকে উপস্থিত সচিবদের উদ্দেশে তিনি বলেন, ‘‘দু’টো ডোজ় নিলেও সংক্রমণ ঘটছে এবং সেই সংখ্যাটা কম নয়। অনেক বেশি হচ্ছে।’’

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘টিকার দুটো ডোজ় নেওয়ার পরেও এত কেন হবে? কারণ, ৬ মাসের বেশি প্রতিরোধ ক্ষমতা থাকছে না। বাইরে এটা আমরা কতটা বলতে পারব জানা নেই। কিন্তু এটা তো ঘটছে। রেকর্ড তা-ই বলছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে কথা বলতে হবে।’’

এখন আক্রান্তদের মধ্যে ২০ শতাংশেরই দ্বিতীয় ডোজ় নেওয়া হয়েছে, এটা আধিকারিকদের কাছে জানার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিষয়টি দেখতে হবে। কেন্দ্র জানাক, প্রতিষেধক নেওয়ার পরেও কেন হচ্ছে। দু’টো ডোজ় নেওয়ার পরেও সংক্রমণ ঘটলে তাঁরা কোভিশিল্ড না কোভ্যাকসিন নিয়েছিলেন সেটাও সমীক্ষা করে দেখুন।’’

মমতার বক্তব্যের জবাবে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘ওঁর কথা বলতে গেলে কোনও তথ্য প্রমাণ প্রয়োজন হয় না। যখন যা মনে হয় তাই বলে ফেলেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Vaccination Covid 19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE