‘যে নিজে দুর্নীতিতে সিদ্ধহস্ত, অন্যের দিকে আঙুল তোলা সাজে না তার,’ মন্তব্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার ময়নাগুড়িতে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেখানে সারদা তদন্ত নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি।মমতা দুর্নীতিগ্রস্তদের আড়াল করছেন বলে অভিযোগ তুলেছেন। সেই প্রসঙ্গে পাল্টা মোদীকেই আক্রমণ করলেন মমতা।
এ দিন ময়নাগুড়ি পৌঁছে ফালাকাটা-সলসলাবাড়ি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদী। তা নিয়েও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন বাংলার মুথ্যমন্ত্রী।
ময়নাগুড়িতে মোদীর সভা শেষ হলে ইকোপার্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। সেখানে বলেন,