মিজোরামে নির্মীয়মাণ রেল ব্রিজ ভেঙে বুধবার সকালে অনেক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে মালদহ থেকে সেখানে কাজ করতে যাওয়া শ্রমিকেরাও রয়েছেন। এ নিয়ে নির্মীয়মাণ ওই সেতুর ঠিকাদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মিলনমেলা প্রাঙ্গণে মমতা বলেন, বাংলার শ্রমিকদের যারা টাকার লোভ দেখিয়ে কাজ করাতে নিয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
মালদহের মৃত শ্রমিকদের দেহ ফিরিয়ে আনার ব্যাপারে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মিজোরাম সরকারের সঙ্গে সমন্বয় রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রেলের কাছেও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন মমতা। মালদহের জেলাশাসককে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে।
আরও পড়ুন:
বুধবার ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের উদ্যোগে প্রদর্শনী শুরু হয়েছে। তার উদ্বোধন করে মমতা বাইরে কাজ করতে যাওয়া শ্রমিকদের রাজ্যে ফিরে আসার কথা বলেছেন। তাঁর কথায়, ‘‘যাঁরা কাজের জন্য রাজ্যের বাইরে রয়েছেন, তাঁদের বলব, ফিরে আসুন। সরকার আপনাদের পাশে রয়েছে।” কোভিডের সময় পরিযায়ী শ্রমিকদের বিশেষ ট্রেনে করে ফিরিয়ে এনেছিল রাজ্য সরকার। এদিন সেকথার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সরকারের ওপর ভরসা রাখলে পরিযায়ী শ্রমিকদের হতাশ হতে হবে না।’’ মিলনমেলা থেকে মমতা ঘোষণা করেছেন, দক্ষিণ ২৪ পরগনার নুঙ্গিতে দর্জি হাব করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।