Advertisement
০৬ মে ২০২৪
Mamata Banerjee

‘আমি জ্ঞানত কোনও অন্যায়কে প্রশ্রয় দিই না’, বাঁকুড়ার সভা থেকে বললেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৬
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৯ key status

ইন্দ্রনীলের গানে ধামসা বাজালেন মুখ্যমন্ত্রী, নাচলেনও

মন্ত্রী ইন্দ্রনীলের গানের তালে ধামসা বাজালেন মুখ্যমন্ত্রী মমতা।  আদিবাসী মহিলাদের সঙ্গে নাচলেনও।

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৪ key status

বাঁকুড়া হল বাংলার সাংস্কৃতিক রাজধানী, বললেন মমতা

Advertisement
timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৩ key status

খারাপ কথা যারা বলে তাদের দিকে তাকাবেন না: মমতা

ভাল কথা বললে শুনবেন। খারাপ কথা শুনবেন না। তাহলে মাথা খারাপ হয়ে যাবে। চিরসবুজ থাকতে হলে মনে রাখবেন, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল সরকারই ভরসা।

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪০ key status

আমি জ্ঞানত কোনও ভুলকে প্রশ্রয় দিই না: মমতা

যারা যারা বড় কথা বলে বেড়াচ্ছে, খুলব ভান্ডার? ভান্ডারে কিন্তু অনেক কিছু জমা আছে।  ভান্ডার যখন খুলব তখন বুঝতে পারবেন কোনটা ভুল কোনটা ঠিক। আমি জ্ঞানত কোনও ভুলকে প্রশ্রয় দিই না। যখন জানতে পারি সবরকম সাহায্য করি। 

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৭ key status

নাম না করে কি সন্দেশখালির দিকে ইঙ্গিত করলেন মমতা?

সিঙ্গুর হল সিঙ্গুর, নন্দীগ্রাম হল নন্দীগ্রাম, এক এক জায়গার এক একটা জায়গার আলাদা আলাদা চেহারা মনে রাখবেন, একটার সঙ্গে আর একটার তুলনা করে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ভুল করবেন না। কোথাও রক্ত ঝরুক আমি চাই না। বললেন মমতা।

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৫ key status

বিজেপিকে আক্রমণ মমতার

ওরা বলছে ইউনিভার্সাল সিভিল কোড করতে হবে।  মাংস খাওয়া যাবে না। মাছ খাওয়া যাবে না। কী পোশাক পরবে মেয়েরা, সব ওরা ঠিক করে দেবে, বললেন মমতা।

Advertisement
timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৩ key status

চাই তো অনেক কিছুই কিন্তু কেন্দ্র দেয় না: মমতা

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বাংলায় উঠুক গর্জন, স্লোগান দিলেন মমতা। 

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩১ key status

সবুজ সাথীর গানগুলো স্কুলে ছাত্রছাত্রীদের শোনাবেন, ওদের জন্যই লেখা: মমতা

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৮ key status

আদিবাসীদের জন্য আন্দোলন

মমতা বললেন, সারি এবং সারনা ধর্মকে স্বীকৃতি না দিলে আমরা বড় আন্দোলন করব। কেন্দ্রকে চিঠি লিখেছি। কুর্মী সম্প্রদায় কোথায় থাকে তার একটা সমীক্ষা করছি। আদিবাসী শংসাপত্র নিয়েও সমস্যা দূর হবে দুয়ারে সরকারে অভিযোগ করলে। 

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৬ key status

আদিবাসীদের জন্য বিশেষ আইন

বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার হয়। আমরা আদিবাসীদের উপর অত্যাচার হতে দেব না। আমরা আদিবাসীদের জন্য বিশেষ আইন করেছি। আমরা আদিবাসীদের জমি দখল করতে দেব না। 

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২১ key status

১০০ দিনের শ্রমিকের সংখ্যা ২১ লক্ষ নয় ৫৯ লক্ষ, বলে দিলেন মমতা

১০০ দিনের শ্রমিকের সংখ্যা ২১ লক্ষ নয়। মমতা জানালেন, ৫৯ লক্ষ  শ্রমিককে কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র।

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৯ key status

বাঁকুড়ার দু’টি আসন নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার

মমতা বলেন, বাঁকুড়ায় দু’টি আসনে গতবারও জিতে গিয়েছে বিজেপি। তার পরে আর ওদের দেখেছেন? এ বার আবার ভোটের আগে আসবে গ্যাসবেলুন ফোলাবে। ওই গ্যাসবেলুনে ফুটো করে দিতে হবে। 

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৮ key status

খলিস্তানি মন্তব্য নিয়ে বিজেপিকে নাম না করে আক্রমণ মমতার

খলিস্তানি মন্তব্য নিয়ে নাম না করে বিজেপিকে আক্রমণ মমতার। বললেন, ‘‘পাগড়ি দেখলেই খলিস্তানি আর মুসলমান দেখলেই পাকিস্তানি? আর তোমরা কী?’’

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৩ key status

একাদশ শ্রেণি থেকে স্মার্টফোন, পয়লা এপ্রিল থেকে দ্বিগুণ লক্ষ্মীর ভান্ডার

একাদশ শ্রেণি থেকে স্মার্টফোন দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডারের টাকা ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা করা হয়েছে। আবার জানিয়ে দিলেন মমতা। 

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৮ key status

প্রতিটা জেলায় একটি করে স্বনির্ভর গোষ্ঠীর জন্য ‘বিগবাজার’

প্রতিটি জেলায় স্বনির্ভর গোষ্ঠীর তৈরি জিনিসপত্র বিক্রি করার একটি করে ‘বিগবাজার’ তৈরির প্রতিশ্রুতি দিলেন মমতা। 

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৫ key status

জলস্বপ্ন প্রকল্পের ঘোষণা

৭ লক্ষ ৪১ হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। ৪ লক্ষ বাড়িতে ইতিমধ্যেই  জল পৌঁছেছে। কয়েক হাজার কোটি টাকার পানীয় জল প্রকল্প করা হয়েছে। সেটা হলে ১৭ লক্ষ মানুষ জলের সুবিধা পাবেন। 

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০১ key status

সভার আগে বাঁকুড়ার হস্তশিল্পীদের কাজ ঘুরে দেখেছেন মমতা

সভায় আসার আগে বাঁকুড়ার হস্তশিল্পীদের পোড়ামাটি, ডোকরা, বালুচরী, স্বর্ণচরীর কাজ দেখে এসেছেন মমতা। 

timer শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০০ key status

জঙ্গলমহলের জেলায় সফর মমতার

জঙ্গলমহলের জেলাগুলিতে পর পর প্রশাসনিক সফর করছেন মমতা। মঙ্গলবার গিয়েছিলেন পুরুলিয়ায়। বুধবার প্রশাসনিক সভা করছেন বাঁকুড়াতে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE