Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Kolkata East West Metro

মেট্রোয় আমন্ত্রণ নেই, দুঃখ পেয়েছেন মমতা 

  বিধানসভায় শুক্রবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি বক্তৃতায় বিলগ্নিকরণের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ০২:২৯
Share: Save:

ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে রেল দফতর তাঁকে আমন্ত্রণ না জানানোয় আক্ষেপের সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বিধানসভায় শুক্রবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি বক্তৃতায় বিলগ্নিকরণের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। অভিযোগ করেন, কেন্দ্র এলআইসি, বিএসএনএল, এয়ার ইন্ডিয়া, রেলের মতো গুরুত্বপূর্ণ সংস্থা বিক্রি করে দিচ্ছে। এই সূত্রেই তিনি বলেন, ‘‘আমি এনডিএ এবং ইউপিএ-তে রেলমন্ত্রী ছিলাম। তখন কষ্ট করে প্রকল্পগুলো করেছিলাম। প্রকল্পগুলো আনতে, টাকা বরাদ্দ করতে আমাকে চোখের জল পর্যন্ত ফেলতে হয়েছিল। সব কিছু করে দেওয়ার পরে ছোট্ট একটু রুট চালু করা হল। দুঃখ লাগে, আমাকে জানানোরও প্রয়োজন বোধ করল না। আমার ছবির দরকার ছিল না। কিন্তু এক বার জানাতে তো পারত!’’ প্রসঙ্গত, ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। সেখানে মুখ্য়মন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে যাননি তৃণমূলের বিধায়ক, মন্ত্রী, সাংসদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata East West Metro Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE