আদিবাসীদের একটা বড় অংশ মুখ ঘুরিয়ে নিয়েছেন তৃণমূল কংগ্রেস সরকারের দিক থেকে। দু’টাকা কিলো চাল, নতুন রাস্তাঘাট কিছু দিয়েই সন্তুষ্ট করা যায়নি তাঁদের। পঞ্চায়েত নির্বাচনে জঙ্গল মহলের তিন জেলার ফলাফলই তার সবচেয়ে বড় প্রমাণ।
তাই অন্য কারও হাতে আদিবাসী কল্যাণ দফতরের দায়িত্ব না ছেড়ে নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য মন্ত্রিসভায় যে বড়সড় রদবদল হল, তার ইঙ্গিত ছিল মঙ্গলবারই। ওই দিনই পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল আদিবাসী কল্যাণ মন্ত্রী আলিপুরদুয়ারের জেমস কুজুরকে। একই নির্দেশ পৌঁছেছিল ঝাড়গ্রামের চূড়ামণি মাহাতো এবং অবনী জোয়ারদারের কাছেও।
বুধবার সেই তালিকায় যোগ হল আরও কয়েকটি নাম। কারওর গুরুত্ব কমানো হল, আবার কয়েক জনের বাড়ল দায়িত্ব। সেচ দফতরের দায়িত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিয়ে দেওয়া হল সৌমেন দাস মহাপাত্রকে। সেচের বদলে চূড়ামণির অনগ্রসর কল্যাণ দফতরের ভার পেলেন তিনি। কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পরিবেশ দফতরের ভার লাঘব করে অতিরিক্ত হিসেবে দেওয়া হল পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। গুরুত্ব বাড়ল আইন মন্ত্রী মলয় ঘটকেরও। আইন-বিচার-শ্রমের পাশাপাশি এ বার তিনি দেখবেন জনস্বাস্থ্য কারিগরি দফতরও। পঞ্চায়েতের সঙ্গে অতিরিক্ত হিসেবে এই দফতর আগে দেখতেন সুব্রত মুখোপাধ্যায়।