ঝড় যে আসতে চলেছে, তার ইঙ্গিত ছিল কলকাতার দলীয় সভাতেই। বুধবার পুরাতন মালদহে তৃণমূলের কর্মিসভার মঞ্চে প্রথম মিনিট কুড়ি সেই ঝড়ই দেখলেন স্থানীয় তৃণমূল নেতারা। প্রাক্তন বিধায়ক সাবিত্রী মিত্র থেকে জেলা সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের হাত থেকে বাঁচলেন না কেউই। মমতা প্রশ্ন করলেন, ‘‘কবে ঐক্যবদ্ধ হবেন মালদহের নেতারা?’’ মুর্শিদাবাদের উদাহরণ দিয়ে বলেন, ‘‘মুর্শিদাবাদ পর্যন্ত আমাদের হাতে এসেছে। পরের ভোটে সেখানকার প্রতিটা আসন আমরা পাব। তা হলে মালদহে কেন হবে না?’’ সেই সঙ্গেই তিনি জানিয়ে দিলেন, ‘‘যত দিন না মালদহ পুনরুদ্ধার হচ্ছে, এই জেলার নেতাদের সঙ্গে আমি বৈঠক করব না।’’
গোষ্ঠী-দ্বন্দ্বের জন্য মালদহের নেতাদের উপরে তিনি কতটা ক্ষুব্ধ, সেটা সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভাতেই জানিয়েছিলেন মমতা। বলেছিলেন, ‘‘কোনও কোনও জেলা নিজেদের ইচ্ছেমতো পার্টি করছে। যেমন, মালদহ জেলা।
এটা করতে দেব না। দলে থাকতে গেলে নিয়ম মেনে চলতে হবে, না হলে অন্য দলে চলে যেতে হবে। আমি নতুন নেতা তৈরি করে নেব।’’ সে-দিনই তিনি মালদহে আসেন। কিন্তু গত ৪৮ ঘণ্টায় জেলার কোনও নেতার সঙ্গে বৈঠক করেননি।