Advertisement
E-Paper

বঞ্চনা আর ভেদাভেদ করছে ওরা: মুখ্যমন্ত্রী

শুক্রবার গার্ডেনরিচে উড়ালপুল উদ্বোধনে মমতা বলেন, “মানুষে মানুষে ভাগ করার চেষ্টা চলছে।। দেশ জুড়ে কুৎসা, নৈরাজ্য, অপপ্রচারের রাজনীতি হচ্ছে।” বিভিন্ন খাতে রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ০৩:৩৪

ত্রিপুরার ভোট থেকে মূর্তি-কাণ্ড— তাল ঠোকাঠুকি তুঙ্গে। এ বার বঞ্চনা আর বিভেদ সৃষ্টির অভিযোগে বিজেপি-কে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার গার্ডেনরিচে উড়ালপুল উদ্বোধনে মমতা বলেন, “মানুষে মানুষে ভাগ করার চেষ্টা চলছে।। দেশ জুড়ে কুৎসা, নৈরাজ্য, অপপ্রচারের রাজনীতি হচ্ছে।” বিভিন্ন খাতে রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বলেন, ‘‘অচ্ছে দিনের নামে মানুষকে সর্বস্বান্ত করা হচ্ছে। বিভেদ ছড়ানোর রাজনীতি করছে ওরা। হিন্দু ধর্ম বিশ্বজনীন। কয়েক হাজার বছরের ধর্ম। বিজেপি তো ১৯৮৪ সালের দল। তারা বলছে হিন্দু ধর্ম রক্ষা করার কথা!”

গার্ডেনরিচের ব্রুকলিন জংশন থেকে মাঝেরহাট পর্যন্ত ৪.৪ কিলোমিটার দীর্ঘ উড়ালপুল প্রকল্পটি কেন্দ্রের জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশন বা জেএনইউআরএমের আওতায় অনুমোদন পায়। ইউপিএ সরকারের আমলে (২০১৪) ওই প্রকল্পের কাজ শুরু হয়। কিন্তু পরে এনডিএ সরকার জেএনইউআরএম প্রকল্প বাতিল করায় কেন্দ্রীয় সাহায্য বন্ধ হয়ে যায়। রাজ্যের টাকায় উড়ালপুল সম্পূর্ণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দাবি।

মমতা জানান, পরিকাঠামো উন্নয়নে রাজ্য কয়েক বছরে ১২১৮০ কোটি টাকা খরচ করবে। বাটা থেকে জিঞ্জিরাবাজার পর্যন্ত নির্মীয়মাণ উড়ালপুল গড়িয়া পর্যন্ত সম্প্রসারিত হবে। এটি দেশের দীর্ঘতম (প্রায় ৩০ কিলোমিটার) উড়ালপুল হবে বলে মমতার দাবি। তারাতলা থেকে টালিগঞ্জ, আনোয়ার শাহ রোড হয়ে যাদবপুর ফাঁড়ি পর্যন্ত উড়ালপুল নির্মাণের পরিকল্পনা আছে। বালিগঞ্জ ফাঁড়ি ও পার্ক সার্কাস, ঢাকুরিয়া ও যাদবপুর, গণেশ চন্দ্র অ্যাভিনিউ ও নিউ মার্কেট, টালা ও ডানলপ যুক্ত হবে উড়ালপুলে।

Mamata Banerjee BJP Central Government TMC বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy