সেরাম ইনস্টিটিউট কেন্দ্র ও রাজ্যেকে টিকা বিক্রি করবে দু’টি ভিন্ন দরে। কেন্দ্রের জন্য টিকা প্রতি দাম ১৫০ টাকা। রাজ্যের ক্ষেত্রে তার দাম ৪০০ টাকা। এই দুই ভিন্ন দরের খবর আসার পর থেকেই এই নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার টিকার দর নিয়ে ফের টুইট করলেন তিনি।
লিখলেন, ‘এক দেশ, এক দল, এক নেতৃত্বের কথা বলে বিজেপি। কিন্তু জীবন বাঁচাতে এক দরে টিকা দিতে পারে না। প্রতিটি ভারতীয়ের বিনামূল্যে টিকা প্রয়োজন। বয়স, জাতি, গোষ্ঠী, ভৌগলিক এলাকা নির্বিশেষে টিকার একটিই দাম নির্ধারণ করা উচিত। রাজ্য ও কেন্দ্রের জন্য দু’টি আলাদা দর হওয়া উচিত নয়’।