Advertisement
০৮ মে ২০২৪

মান্নানকে দেখতে হাসপাতালে মমতা

সম্পত্তি রক্ষা বিল নিয়ে বিধানসভায় ধস্তাধস্তিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি বিরোধী দলনেতা আব্দুল মান্নান। সেই ঘটনা ঘিরে শাসক ও বিরোধী পক্ষের সংঘাত এখন চরমে। সেই সময়েই রাজনৈতিক সৌজন্যের পরিচয় দিয়ে হাসপাতালে বিরোধী দলনেতাকে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৮
Share: Save:

সম্পত্তি রক্ষা বিল নিয়ে বিধানসভায় ধস্তাধস্তিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি বিরোধী দলনেতা আব্দুল মান্নান। সেই ঘটনা ঘিরে শাসক ও বিরোধী পক্ষের সংঘাত এখন চরমে। সেই সময়েই রাজনৈতিক সৌজন্যের পরিচয় দিয়ে হাসপাতালে বিরোধী দলনেতাকে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় গত বুধবার অসুস্থ হয়ে পড়ার পরে মান্নানকে মৌলালির কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে অস্থায়ী পেসমেকার দেওয়া হয়েছিল। পরে ই এম বাইপাসের ধারের অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। মান্নানের স্থায়ী পেসমেকার বসানো হয়েছে শুক্রবার। কালীঘাটের বাড়ি থেকে শনিবার দুপুরে নবান্ন যাওয়ার পথে আচমকাই হাসপাতালে মান্নানকে দেখতে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস।

মান্নানের কেবিনে তখন ছিলেন তাঁর ঘনিষ্ঠ আইনজীবী আবু আব্বাসউদ্দিন। মুখ্যমন্ত্রী এসেছেন শুনে আব্বাসউদ্দিন লিফ্‌টের দিকে এগিয়ে যান। কিন্তু মান্নান তখন ঘুমিয়ে থাকায় মুখ্যমন্ত্রীর আর মান্নানের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি বলে আব্বাসউদ্দিন জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘কেবিনে ঢোকার দরজা দিয়ে মুখ বাড়িয়েই মুখ্যমন্ত্রী দেখতে পান, মান্নানদা ঘুমোচ্ছেন। তা দেখেই মুখ্যমন্ত্রী আর ওঁকে বিরক্ত করতে চাননি। সোজা নীচে নেমে যান। মিনিটখানেকের সামান্য বেশি

হয়তো ছিলেন মুখ্যমন্ত্রী।’’ যদিও মমতার সঙ্গী ফিরহাদের দাবি, ‘‘মান্নান সাহেবের সঙ্গে কথা হয়েছে মমতাদি’র। কেমন আছেন, জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। পুরোপুরি সুস্থ না হয়ে কিন্তু হাসপাতাল থেকে ছুটি নেবেন না।’’

প্রসঙ্গত, বিরোধী দলনেতা অসুস্থ হওয়ার পরে তাঁর চিকিৎসার যাবতীয় খরচ দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়ে দিয়েছেন, তাঁরা ওই খরচ নেবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Abdul Mannan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE