তিনি যে বিরক্ত এবং অসন্তুষ্ট, বুঝিয়ে দিয়েছিলেন বুধবারই। শুধুমাত্র প্রভাবশালী হওয়ার দৌলতে করোনার মতো অতিমারির পরিস্থিতিতে নিয়ম-কানুনকে কেউ বুড়ো আঙুল দেখাবেন, তা তিনি বরদাস্ত করবেন না— বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেই থেমে থাকলেন না। বৃহস্পতিবার কলম ধরলেন মমতা। করোনা মোকাবিলায় সাধরণ জনতা যে রকম ‘দায়িত্বশীল’ আচরণ করছেন, এ দিন কবিতা লিখে তার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। সমাজে যাঁরা ‘দামী’ হিসেবে পরিচিত, তাঁদের অনেকের আচরণে যে তিনি সন্তুষ্ট নন, সে ইঙ্গিতও এ দিনের কবিতায় স্পষ্ট ভাবে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েই কলম ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। অযোধ্যা ইস্যু হোক বা সিএএ, কেন্দ্রের সঙ্গে রাজ্যের কোনও টানাপড়েন হোক বা কোনও সামাজিক বিষয়— মমতা বন্দ্যোপাধ্যায় বার বারই নিজের মতামত প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে। সে সব কবিতা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি প্রায় প্রতি বারই।
এ বার করোনা সঙ্কট নিয়েও কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অতিমারির সংক্রমণ এড়ানোর জন্য যখন সমাজের সর্বস্তরে সচেতনতা প্রয়োজন, তখন একটি নির্দিষ্ট অংশের কেউ কেউ বেপরোয়া মনোভাব দেখাচ্ছেন— কবিতায় এই রকম ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘গরীব মানুষগুলো / সমাজে খুব সচেতন। / কিন্তু যাদের সচেতনতা / এ সমাজকে আক্রান্ত করার / হাত থেকে বাঁচাতে পারত, / তারা কি সচেতন?’’ কবিতায় প্রশ্ন তুলেছেন মমতা।