কবিতা লিখে টুইটারে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র
সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক নানা ঘটনার পরিপ্রেক্ষিতে ফের কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি কবিতা লিখে সোমবার তিনি নিজের টুইটার হ্যান্ডলে প্রকাশ করেন। হাতে লেখা ওই কবিতার পাতাটিই ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন মমতা।
কবিতার নাম ‘চাবি’। ১৮ লাইনের কবিতার ছত্রে ছত্রে রয়েছে প্রতিবাদের সুর। রয়েছে গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টার বিরুদ্ধে সুতীব্র প্রতিরোধের ভাষা। আবার এই বিরুদ্ধ শক্তি যে তাদের স্বার্থসিদ্ধি করতে পারবে না, এই কবিতায় সে কথাও জোর গলায় বলেছেন মমতা।
বারবার সামাজিক দৈন্য, শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে কলম ধরেছেন মমতা। নিয়মিত সাহিত্যচর্চা করেন মুখ্যমন্ত্রী। এ বার বই মেলাতেও তাঁর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৮৭। ছড়া-ছন্দ-কবিতার পাশাপাশি গানও লেখেন মুখ্যমন্ত্রী। বেশ কিছু গানে সুরও দিয়েছেন তিনি।
আরও পডু়ন: বাড়ি বসেই পড়ার আনন্দ হোম স্কুলিংয়ের মাধ্যমে
আরও পড়ুন: টলিপাড়ার নায়িকাদের সরস্বতী পুজো কেমন কাটল! দেখে নিন ছবিতে
— Mamata Banerjee (@MamataOfficial) February 11, 2019