Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সম্প্রীতি রক্ষায় বিধায়কদের নির্দেশ মমতার

রাজ্যে সম্প্রীতির পরিবেশ রক্ষার জন্য ফের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজে তিনি দলের বিধায়কদেরও নিজের নিজের এলাকায় কড়া নজর রাখার নির্দেশ দিলেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ০৩:৩০
Share: Save:

রাজ্যে সম্প্রীতির পরিবেশ রক্ষার জন্য ফের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজে তিনি দলের বিধায়কদেরও নিজের নিজের এলাকায় কড়া নজর রাখার নির্দেশ দিলেন। নবান্নে সোমবার দমকলের নতুন ৫০টি গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ধর্মে ধর্মে যারা বিভেদ করে, তারা ধ্বংস করে। সৃষ্টি করে না।’’ মুখ্যমন্ত্রী জানান, কেউ সম্প্রীতি নষ্ট করলে রুখে দাঁড়াতে হবে। তাঁর মতে, কেউ কেউ বিভাজনের চেষ্টা করছে। কিন্তু সম্প্রীতি নষ্ট হতে দেওয়া চলবে না। প্রশাসন সূত্রের খবর, এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও মুখ্যমন্ত্রী তাঁর এই উদ্বেগের প্রসঙ্গ তোলেন। দু-একটি রাজনৈতিক দল যে রাজ্যে সম্প্রীতি নষ্ট করতে চাইছে, সেই ব্যাপারে তিনি মন্ত্রীদের সতর্ক করেন। প্রত্যেক বিধায়ককে তিনি নিজের এলাকায় সম্প্রীতির পরিবেশ রক্ষা করার নির্দেশ দিয়েছেন। বিশেষত, উৎসবের মরশুমে যাতে কোথাও কোনও অশান্তির সৃষ্টি না হয়, তার জন্য কড়া হাতে যে কোনও সমস্যার মোকাবিলা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mamata MLA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE