মুখে অ্যাসিড ছুড়ে স্ত্রীকে জখম করার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া স্বামীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকার আর্থিক জরিমানার নির্দেশ দিলেন আলিপুর সপ্তম ফাস্টট্র্যাক কোর্টের বিচারক মণিকুন্তলা রায়। সোমবার আব্বাস শেখ ওরফে কালো নামে ওই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। মঙ্গলবার তার সাজা ঘোষণা করা হয়। আদালত সূত্রের খবর, আব্বাসের স্ত্রী, অসুস্থ আসমিনা বিবির জন্য সর্বোচ্চ আর্থিক ক্ষতিপূরণেরও সুপারিশ করেছেন বিচারক। ২০২৪ সালের জুন মাসে পূজালি থানা এলাকার বাসিন্দা আসমিনার মুখে গভীর রাতে অ্যাসিড ছুড়েছিল আব্বাস। গুরুতর জখম অবস্থায় এখনও এক নিকট আত্মীয়ের বাড়িতে থেকে চিকিৎসাধীন আসমিনা। তাঁর দু’টি চোখের দৃষ্টিশক্তি প্রায় নেই বলে আদালতে জানিয়েছেন বিশেষ সরকারি আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা।
সরকারি আইনজীবী এ দিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। তিনি বলেন, ‘‘নৃশংস ঘটনা। ওই অ্যাসিড যদি আসমিনার গলা দিয়ে শরীরে প্রবেশ করত, তা হলে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারত। আমি দোষীর যাবজ্জীবন কারাবাসের সাজার আবেদন করছি। আদালত একটি দৃষ্টান্তমূলক শাস্তির আদেশ দিক। যাতে এমন ঘটনা ঘটানোর আগে কোনও ব্যক্তি তা এক বার চিন্তা করে দেখে।’’
দোষীর আইনজীবী বলেন, ‘‘আব্বাসের দু’টি ছোট ছোট সন্তান রয়েছে। বৃদ্ধ বাবা বাড়িতে রয়েছেন। সংসারের একমাত্র উপার্জনকারী আব্বাস। এই বিষয়টি যেন আদালত বিবেচনা করে।’’ তবে বিচারক ১৪ বছর সশ্রম কারাবাসের সাজাঘোষণা করেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)