কংগ্রেসের সঙ্গে জোট প্রস্তাবে একগুচ্ছ শর্ত দিলেন ভাইজান আব্বাস সিদ্দিকি। আর সেই শর্তাবলি এআইসিসিকে জানিয়ে দিলেন প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। শুক্রবার সন্ধ্যায় আব্বাসের সঙ্গে সাক্ষাত্ করতে যান বিরোধী দলনেতা। সেখানেই দীর্ঘক্ষণ বৈঠক হয় তাঁদের। সেই শর্ত প্রকাশ্যে আনতে নারাজ দু’পক্ষই। তবে বৈঠক প্রসঙ্গে মান্নান বলেন, ‘‘আমি ওঁর কথা সবটাই শুনেছি। প্রদেশ কংগ্রেস সভাপতি ও এআইসিসি নেতৃত্বকে তা জানিয়ে দিয়েছি।’’
গত কয়েক মাস আগে নতুন রাজনৈতিক দল তৈরির ঘোষণা করে একুশের ভোটকে জমিয়ে দিয়েছেন আব্বাস। ইতিমধ্যে আব্বাস ঘোষণা করে দিয়েছেন, আগামী ২১ জানুয়ারি ১০টি দলের ফ্রন্ট ঘোষণা করবেন। এমন ঘোষণার পাশাপাশি বিরোধী বাম-কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। দিন দশেক আগেই ফুরফুরা শরিফে এসে আব্বাসের সঙ্গে জোট চূড়ান্ত করে গিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। বৈঠকের পরে তিনি ঘোষণা করে গিয়েছেন, বাংলায় আব্বাসের সঙ্গে তাল মিলিয়েই পথ চলবে তাঁর দল।
১০ দলের ফ্রন্ট গড়ার হুঙ্কার দিয়েই বসে নেই আব্বাস। বামফ্রন্টের শরিক দলগুলির পাশাপাশি রাজ্য কংগ্রেসের নেতাদের সঙ্গেও বেশ কয়েকবার কথা হয়েছে তাঁর। সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ফুরফুরা শরিফে গিয়ে আব্বাসের সঙ্গে বৈঠক করে আসেন। সূত্রের খবর, অধীরের সঙ্গে বৈঠকে শর্ত প্রসঙ্গে কিছুই জানাননি তিনি। তাই পরে মান্নান সাহেবকে ফোন করে ফুরফুরায় আসতে অনুরোধ করেন আব্বাস। সেই আমন্ত্রণ পেয়েই ফুরফুরায় যান চাঁপদানির প্রবীণ কংগ্রেস বিধায়ক। তাঁকে শর্তের বিষয়ে বিস্তারিত জানান ফুরফুরা শরিফের এই পীরজাদা। সেই শর্তাবলি এ বার এআইসিসির টেবিল পর্যন্ত পৌঁছে দিয়েছেন তিনি।