সলমন, আরবাজ় ও সোহেল খান তিন ভাই। বড় ভাই সলমন অবিবাহিত। বাকি দুই ভাই কম বয়সেই বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্যজীবনের পর ছাড়াছাড়ি হয় আরবাজ় ও মলাইকা অরোরার। তাঁদের বিচ্ছেদের বছর ঘুরতে না ঘুরতেই বিয়ে ভাঙে সোহেল ও সীমা সজদেহের। যদিও সীমা জানান, সোহেলের সঙ্গে বিয়ে ভাঙার সিদ্ধান্তে পাশে পেয়েছিলেন ভাসুর সলমনকে।
আরও পড়ুন:
সীমা আপাতত পুরনো প্রেমিক বিক্রম আহুজার সঙ্গে সম্পর্কে রয়েছেন। শোনা যায়, বিক্রমের সঙ্গেই নাকি বাগ্দান হওয়ার কথা ছিল সীমার। তার আগেই সোহেলের সঙ্গে পালিয়ে যান সীমা। ফলে পরিণতি পায়নি আগের সেই সম্পর্ক। তখন সীমা সবে কুড়ি। যদিও এখন অতীত ভুলে বিক্রম ও সীমা ফের কাছাকাছি। কিন্তু সোহেলের সঙ্গে দু’দশকের দাম্পত্যজীবন ছিল তাঁর। সীমা জানান, তাঁর ও সোহেলের দাম্পত্যজীবন যখন ভাঙার মুখে, তখন পাশে পান সলমন খান-সহ গোটা পরিবারকে।
সীমা বলেন, ‘‘সলমন আমার পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয় গোটা খান পরিবার প্রতিটা মুহূর্তে আমার পাশে ছিল। তাই আমাদের সম্পর্ক ভাঙলেও পারিবারিক বন্ধন অটুট থাকবে। আমাদের বিয়ে ভেঙে গেলেও আমার সন্তানেরা অর্ধেকটা খান ও অর্ধেকটা সজদেহ। আমরা পরস্পরের সঙ্গে কথা বলেই আলাদা হয়েছি। আর সন্তানদের কারণে সোহেলের পরিবারের সঙ্গে সব সময় যোগাযোগ থাকবে আমার।’’