বিধির তোয়াক্কা না করে এ বার খোদ পুলিশের বিরুদ্ধেই মাঝ রাত পর্যন্ত জলসা চালানোর অভিযোগ উঠল৷ জলপাইগুড়ির মানিকগঞ্জে ওই জলসা নিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার পুলিশ কর্তারা৷ পুলিশ সুপার অমিতাভ মাইতি।
শনিবার ওই অনুষ্ঠানের আয়োজন করে জলপাইগুড়ির মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ৷ ফাঁড়ির পাশে একটি স্কুলের মাঠে রাত প্রায় বারোটা পর্যন্ত চলে অনুষ্ঠান৷ স্থানীয় বাসিন্দারা জানান, খুব জোরে বক্স বাজানো হচ্ছিল৷ তাতে হিন্দি ও বাংলা গান চলছিল। স্থানীয় শিল্পীরাই সে সব গান গেয়েছেন।
তার সঙ্গে ছিল জোর বাজনা। এক বৃদ্ধ জানান, জানলা বন্ধ করে দেওয়ার পরেও ভালই আওয়াজ আসছিল। ওই মাঠে অনুষ্ঠান দেখতে প্রচুর ভিড়ও হয়েছিল। তার হইহল্লাও কিছু কম হচ্ছিল না। এলাকার বাসিন্দাদের অভিযোগ, কাছাকাছি জায়গার অনেক ছাত্রছাত্রীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে৷ এই অবস্থায় পুলিশের উচিত শব্দ আইন যাতে সকলে মেনে চলেন, তার ব্যবস্থা করা। কিন্তু তার বদলে তাঁরাই রাত ১২টা পর্যন্ত এমন জলসার আয়োজন করলেন যাতে পড়াশোনার তো ব্যাঘাত ঘটেছে বটেই, অনেকে ঘুমোতেও পারেননি।
যদিও মানিকগঞ্জ ফাড়ির নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশকর্মীর দাবি, এলাকার ছোট ছেলে-মেয়েদের নিয়ে শনিবার একটি অনুষ্ঠানের আয়োজন হয় ঠিকই, তবে তা রাত দশটার মধ্যেই তা শেষ করে দেওয়া হয়৷ পুলিশ সুপার অমিতাভবাবু অবশ্য বলেন, ‘‘পুলিশ কর্মীরা কোনও অনুষ্ঠান করতেই পারেন৷ কিন্তু সেটা যদি নিয়ম না মেনে রাত বারোটা পর্যন্ত হয়ে থাকে, তবে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷’’