এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে প্রৌঢ়কে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। নদিয়ার রানাঘাটের ঘটনা।
আদালত সূত্রে খবর, সাজাপ্রাপ্তের নাম গৌতম রাজওয়ার। বাড়ি রানাঘাট এলাকায়। শুক্রবার রানাঘাটের বিশেষ পকসো আদালত তাঁর সাজা ঘোষণা করেছে। সরকারি আইনজীবী রাজশ্রী বেহুরা জানান, ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের ১৩ অক্টোবর। ১২ বছরের একটি মেয়ে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিল। ১৩ অক্টোবর সন্ধ্যায় তাকে এলাকা ঘুরে দেখানোর নাম করে বাড়ি থেকে নিয়ে যান এক প্রতিবেশী। কিন্তু বাইরে কোথাও না গিয়ে মেয়েটিকে তিনি নিয়ে যান নিজের বাড়িতে। এর পর শৌচাগারে আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করেন।
পরে রক্তাক্ত অবস্থায় ওই কিশোরী নিজেই আত্মীয়ের বাড়িতে ফেরে। এত ক্ষণ সে কোথায় ছিল প্রশ্ন করায়, মেয়েটি সব কথা জানায় পরিবারকে। ঘটনাক্রমে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশিই থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে গ্রেফতার হন গৌতম। ধর্ষণ ছাড়়াও পকসো আইনে মামলা শুরু হয় তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন:
শুক্রবার রানাঘাটের বিশেষ পকসো আদালতের বিচারক অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে গৌতমকে। তা ছাড়াও সঙ্গে নির্যাতিতার ক্ষতিপূরণের জন্য রাজ্যকেও আর্থিক সহায়তা দিতে বলেছে আদালত।