Advertisement
E-Paper

আমার কোনও বিপদ হলে দায়ী অনুব্রত: ভিডিয়ো বার্তা সঙ্গীতার

সঙ্গীতা চক্রবর্তী ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, তিনি হুগলি থেকে বর্ধমানের আউশগ্রামে ফেরার পথে জানতে পারেন যে, অনুব্রত মণ্ডল তাঁকে গ্রেফতার করাতে বলেছেন। তাঁকে বা তাঁর পরিবারকে কোনও রকম বিপদের সম্মুখীন যদি এ বার হতে হয়, তা হলে অনুব্রত দায়ী থাকবেন বলে সঙ্গীতা হুঁশিয়ারির ঢঙে মন্তব্য করেছেন নিজের ভিডিয়ো বার্তায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০২:১১
সঙ্গীতা চক্রবর্তী।

সঙ্গীতা চক্রবর্তী।

কোনও বিপদ যদি তাঁর হয়, তা হলে দায়ী থাকবেন অনুব্রত মণ্ডল। ভিডিয়ো বার্তা ছড়িয়ে এমনই বললেন আউশগ্রামের সঙ্গীতা চক্রবর্তী।

বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের একটি ভিডিয়ো ক্লিপিং ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়েছে গোটা রাজ্যে। ভিডিয়ো ক্লিপটিতে দেখা গিয়েছে, বোলপুরের তৃণমূল কার্যালয়ে বৈঠক করছেন অনুব্রত মণ্ডল। আউশগ্রামের দু’জনকে গাঁজার কেস দিয়ে গ্রেফতার করানোর কথা বলছেন তিনি। যে দু’জনকে গ্রেফতার করানোর কথা বলতে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে, তাঁদেরই এক জন সঙ্গীতা চক্রবর্তী।

অনুব্রত মণ্ডলকে অবশ্য সঙ্গীতার পুরো নাম বলতে শোনা যায়নি। শুধু নামটি উচ্চারণ করতে শোনা গিয়েছে, পদবী নয়। সঙ্গীতা বিজেপি করেন— অনুব্রতর মুখে এমনও শোনা গিয়েছে ওই ভিডিয়ো ক্লিপিং-এ।

আরও পড়ুন: ‘ওকে অ্যারেস্ট করিয়ে দে, গাঁজা কেস...’, অনুব্রতর ভিডিয়ো ক্লিপ

আরও পড়ুন: ‘রাস্তায় অস্ত্র রেখে যান, পুলিশ নিয়ে যাবে’, আমডাঙাকে আহ্বান জ্যোতিপ্রিয়র

বৈঠকে অনুব্রত মণ্ডলের কথোপকথনের ওই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়ায় রবিবার। ভিডিয়োটি ছড়াতে শুরু করার কয়েক ঘণ্টা পরে আউশগ্রামের সঙ্গীতা চক্রবর্তী একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে সামনে আসেন। সে বার্তায় তিনি জানান, তিনি ‘রাষ্ট্রীয় মানবাধিকার সংরক্ষণ সঙ্ঘ’ নামে একটি সংগঠনের ভারপ্রাপ্ত রাজ্য সভানেত্রী। তিনি আরও জানান যে, অনুব্রত মণ্ডলের নির্দেশে তাঁর উপরকে আগেও হামলা হয়েছিল এবং তাঁর দুই হাত ও দুই পা ভেঙে দেওয়া হয়েছিল।

কী বলেছেন সঙ্গীতা চক্রবর্তী? দেখে নিন:

বিজেপি সূত্রের খবর, সঙ্গীতা চক্রবর্তী আগে বিজেপি মহিলা মোর্চায় ছিলেন। তবে এখন আর সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত নন। তবে সঙ্গীতাকে গ্রেফতার করানোর চেষ্টার তীব্র নিন্দা করেছে রাজ্য বিজেপি।

সঙ্গীতা চক্রবর্তী ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, তিনি হুগলি থেকে বর্ধমানের আউশগ্রামে ফেরার পথে জানতে পারেন যে, অনুব্রত মণ্ডল তাঁকে গ্রেফতার করাতে বলেছেন। তাঁকে বা তাঁর পরিবারকে কোনও রকম বিপদের সম্মুখীন যদি এ বার হতে হয়, তা হলে অনুব্রত দায়ী থাকবেন বলে সঙ্গীতা হুঁশিয়ারির ঢঙে মন্তব্য করেছেন নিজের ভিডিয়ো বার্তায়।

দলীয় বৈঠকে অনুব্রত মণ্ডলের কথোপকথনের যে ভিডিয়ো ক্লিপিং-এর প্রেক্ষিতে সঙ্গীতা চক্রবর্তী এই ভিডিয়ো বার্তা দিয়েছেন, সেই ভিডিয়োর সত্যতা যাচাই করা আনন্দবাজার ডিজিটালের পক্ষে সম্ভব হয়নি।

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

Anubarata Mandal Sangeeta Chakrabarty অনুব্রত মণ্ডল সঙ্গীতা চক্রবর্তী TMC BJP Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy