সিগন্যালিং সংক্রান্ত কাজের জন্য আগামী কাল, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত প্রথম দফায় টানা চার দিন ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই সময়ে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পথে কোনও মেট্রো পরিষেবা চালু থাকবে না।
এসপ্লানেড থেকে শিয়ালদহ পর্যন্ত অংশে ট্রেন চলাচলের প্রয়োজনীয় পরিকাঠামো সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে, ওই অংশের পথকে সিগন্যালিং ব্যবস্থার আওতায় মেট্রোর বাকি পথের সঙ্গে একই সমন্বয়ে আনার কাজ বাকি রয়েছে। স্বয়ংক্রিয় প্রযুক্তিতে ট্রেন নিয়ন্ত্রণ সংক্রান্ত পরীক্ষা চালানোর জন্য ওই সময়ে পরিষেবা বন্ধ রাখা হবে। প্রথম পর্বের পরীক্ষা মিটলে পরের ধাপে ২০-২৩ ফেব্রুয়ারি ফের একই ভাবে পরিষেবা বন্ধ থাকবে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান-এসপ্লানেড এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ পথে
পরিষেবা বন্ধ থাকায় ওই সময়ে যাত্রীদের চাপ সামলাতে হাওড়া থেকে ধর্মতলার মধ্যে বেসরকারি বাসের ‘ট্রিপ’ বাড়ানো হবে। পাশাপাশি, উল্টোডাঙা থেকে সল্টলেকের দিকে বেসরকারি বাসের ‘ট্রিপ’ও বাড়ানো হবে। কিছু ক্ষেত্রে সরকারি বাসের শাটল পরিষেবা চালানো হবে। তবে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকলে শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের সেক্টর ফাইভে পৌঁছতে সমস্যার মুখে পড়তে হবে। একই ভাবে উত্তর-দক্ষিণ মেট্রোর যাত্রীদের ক্ষেত্রেও হাওড়া যেতে সময় বেশি লাগবে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)