Advertisement
১৬ জুন ২০২৪
ছাত্র ভোট ২৯ জানুয়ারি

অনলাইন আংশিক, রইল হিংসার আশঙ্কাও

আগামী ২৯ জানুয়ারি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর ছাত্র সংসদ নির্বাচন হবে। বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী বলেন, “আগামী ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর ছাত্র সংসদ নির্বাচন হবে। ওই দিন বিশ্ববিদ্যালয়েরও ছাত্র সংসদ নির্বাচন হবে।”

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৪ ০০:২৪
Share: Save:

আগামী ২৯ জানুয়ারি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর ছাত্র সংসদ নির্বাচন হবে। বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী বলেন, “আগামী ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর ছাত্র সংসদ নির্বাচন হবে। ওই দিন বিশ্ববিদ্যালয়েরও ছাত্র সংসদ নির্বাচন হবে।”

সব কলেজকে এই সিদ্ধান্ত জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। গতবার অবশ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এক দিনে এবং কলেজগুলোর ছাত্র সংসদ নির্বাচন অন্য আর এক দিনে হয়েছিল। এ বার কেন একই দিনে নির্বাচন? বিশ্ববিদ্যালয়ের এক কর্তার কথায়, “আমরা এ বার শুরু থেকেই চাইছিলাম এক দিনে নির্বাচন করাতে। তাতে নির্বাচন ঘিরে অনভিপ্রেত ঘটনার সংখ্যা অনেকটাই এড়ানো যাবে বলে আমাদের আশা।”

ইতিমধ্যে ছাত্র সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে ছাত্র সংগঠনগুলো। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হলে তা আরও গতি পাবে বলেই মনে করা হচ্ছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ৪৫টি কলেজ রয়েছে। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ফি-বছর অশান্তি হয়। এক সময় যে সব কলেজে এসএফআইয়ের দাপট ছিল, এখন সেখানে তৃণমূল ছাত্র পরিষদের দাপট রয়েছে। ইদানীং আবার কয়েক’টি কলেজে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপিও।

গতবার দু’দিনে ছাত্র সংসদ নির্বাচন হয়। ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়। ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর ছাত্র সংসদ নির্বাচন হয়। এ বার নির্বাচন কবে করা যায় তা নিয়ে আলোচনা করতে গত সপ্তাহেই এক বৈঠক করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী, রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দীর পাশাপাশি যে বৈঠকে ছিলেন কলেজ অধ্যক্ষরাও। পাশাপাশি ছিলেন পুলিশ-প্রশাসনের কর্তারা। বৈঠকে প্রাথমিক ভাবে দু’টি দিন নিয়ে আলোচনা হয়। ২৮ এবং ২৯ জানুয়ারি। অবশ্য ওই দিন দিনক্ষণ চূড়ান্ত হয়নি। বুধবার সেই দিনক্ষণ চূড়ান্ত হল। ঠিক হল, নির্বাচন হবে আগামী ২৯ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের এক সূত্রে খবর, গতবারের মতো এ বারও অনলাইন প্রক্রিয়া চালু থাকবে। তবে অনলাইনে শুধু মনোনয়নপত্র তোলাই যাবে। বিশ্ববিদ্যালয় এবং কলেজে গিয়ে তা জমা দিতে হবে প্রার্থীকেই। প্রত্যাহারের ক্ষেত্রেও প্রার্থীকে উপস্থিত থাকতে হবে। বিরোধী ছাত্র সংগঠনগুলো অবশ্য দাবি করেছে, অনলাইনে মনোনয়নপত্র জমাও নিতে হবে। তাদের বক্তব্য, অধিকাংশ কলেজেই জোরজুলুম চলছে। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা হচ্ছে। এই পরিস্থিতিতে অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হলেই অশান্তির ঘটনা কম ঘটবে।

ডিএসওর আবার দাবি, অনলাইন-অফলাইন দু’টোই চালু থাকুক। দু’টো চালু থাকলেই ছাত্রছাত্রীদের সুবিধে হবে। অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দাবি আমল দিচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ের এক সূত্রে খবর, দিন কয়েক পরেই বিজ্ঞপ্তি প্রকাশ করে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। জানিয়ে দেওয়া হবে, কোন দিন ভোটার তালিকা প্রকাশ হবে। কোন কোন দিন মনোনয়ন পর্ব চলবে প্রভৃতি। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে পরপর কয়েকটি ছুটি রয়েছে। তাই ছাত্র সংসদ নির্বাচন ওই মাসের শেষের দিকে করানো ছাড়া উপায় ছিল না বলেই মত বিশ্ববিদ্যালয়ের এক কর্তার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

medinipur vote vidyasagar university
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE