বঞ্চনার অভিযোগে ডিজিট্যাল রেশন কার্ড বিলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল খড়্গপুর পুরসভা। শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরপ্রধান। গত মাসেই জেলায় এসে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছিলেন, ১৮ জানুয়ারির মধ্যে কার্ড বিলি শেষ হবে। ২৭ জানুয়ারি গোটা জেলায় তার ভিত্তিতে রেশন ব্যবস্থা চালুর নির্দেশও দিয়েছিলেন। সেই মতো খড়্গপুরে কেন্দ্র ও রাজ্য খাদ্য সুরক্ষা আইনে প্রায় ৯৫ হাজার ডিজিট্যাল রেশন কার্ড এসে পৌঁছেছে। কার্ড বিলির প্রাথমিক দায়িত্ব ছিল পুরসভার উপর। কিন্তু পর্যাপ্ত সংখ্যক কার্ড আসেনি এবং বহু গরিব মানুষ কার্ড পাননি বলে অভিযোগ। গত শুক্রবার মহকুমাশাসক ও খাদ্য দফতরে অভিযোগ জানায় কংগ্রেস। এই পরিস্থিতিতে এ বার কার্ড বিলি বন্ধের সিদ্ধান্ত নিল পুরসভা। পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, “যে পরিমাণ রেশন কার্ড শহরে এসেছে তা কম। তাই আপাতত কার্ড বিলি বন্ধ রেখে আমরা বিষয়টি খাদ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে জানানো সিদ্ধান্ত নিয়েছি। সমস্যা মিটলে কার্ড বিলি হবে।” মহকুমাশাসক সঞ্জয় ভট্টাচার্য জানান, প্রাথমিকভাবে পুরসভার দায়িত্ব ছিল কার্ড বিলি করা। পুরসভার থেকে চিঠি পেলে তিনি জেলাশাসক ও খাদ্য দফতরে জানাবেন।