Advertisement
১৮ এপ্রিল ২০২৪

খুদেদের সংবর্ধনা

চার খুদেকে সংর্ধনা দেওয়া হল বুধবার। এক সংস্থার পক্ষ থেকে এ দিন শ্রেয়সী মহাপাত্র, দেবনীল মহাপাত্র, সৃজিতা সাউ এবং সোহিনী দাসকে সংবর্ধিত করা হয়। ওই সংস্থার অন্যতম কর্তা তথা অরবিন্দনগরের বাসিন্দা কার্তিক ধর বলেন, “উৎসাহ দিতেই ওদের সংবর্ধনা দেওয়া হল।”

দেওয়া হচ্ছে সংবর্ধনা। নিজস্ব চিত্র।

দেওয়া হচ্ছে সংবর্ধনা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৮
Share: Save:

চার খুদেকে সংর্ধনা দেওয়া হল বুধবার। এক সংস্থার পক্ষ থেকে এ দিন শ্রেয়সী মহাপাত্র, দেবনীল মহাপাত্র, সৃজিতা সাউ এবং সোহিনী দাসকে সংবর্ধিত করা হয়। ওই সংস্থার অন্যতম কর্তা তথা অরবিন্দনগরের বাসিন্দা কার্তিক ধর বলেন, “উৎসাহ দিতেই ওদের সংবর্ধনা দেওয়া হল।” চার খুদের হাতে বিবেকানন্দকে নিয়ে লেখা বই, পুষ্পস্তবক, পেন ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। এ সব পেয়ে খুশি চারজনই। গত শনিবার সন্ধ্যার মুখে খেলার মাঠ থেকে বাড়ি ফিরছিল শ্রেয়সীরা। বাড়ি ফেরার পথে রাস্তায় একটি পাঁচশো টাকার নোট পড়ে থাকতে দেখে তারা। পরে কুড়িয়ে পাওয়া টাকা থানায় গিয়ে পুলিশের কাছে জমা দেয়।

সোমবার আনন্দবাজারে থানায় টাকা ফেরতের খবর প্রকাশিত হয়। খবর পড়ে বিষয়টি জানতে পারেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুশান্ত পট্টনায়েক। নোটটি ছিল সুশান্তবাবুরই। সে দিন বিকেলে অজান্তে পকেট থেকে রাস্তায় পড়ে গিয়েছিল। সোমবার রাতে থানায় এসে টাকা ফেরত নেন এই তিনি। সৃজিতা, সোহিনীদের বাড়ি অরবিন্দনগরেই। কার্তিকবাবু বলছিলেন, “ছোট ছেলেমেয়েদের এই সততা প্রশংসাযোগ্য। আশা করি, ওদের ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Felicitation Children
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE