Advertisement
০২ জুন ২০২৪

দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম শহরের মেন রোডে মোটরবাইকের ধাক্কায় এক আইনজীবীর মৃত্যু হল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিলীপকুমার দত্ত (৬৭)। তাঁর ভাড়ি অরণ্যশহরের ঘোড়াধরায়। তিনি ঝাড়গ্রাম মহকুমা আদালতের আইনজীবী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল পৌনে ৮টা নাগাদ দিলীপবাবু বাজার করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৩ মে ২০১৫ ০০:৫৬
Share: Save:

মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম শহরের মেন রোডে মোটরবাইকের ধাক্কায় এক আইনজীবীর মৃত্যু হল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিলীপকুমার দত্ত (৬৭)। তাঁর ভাড়ি অরণ্যশহরের ঘোড়াধরায়। তিনি ঝাড়গ্রাম মহকুমা আদালতের আইনজীবী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল পৌনে ৮টা নাগাদ দিলীপবাবু বাজার করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় দু’দিক থেকে দু’টি বাস চলে আসে। ইতিমধ্যে দ্রুত গতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দিলীপবাবুর সাইকেলের পিছনে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানো হলে কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয়। মোটর বাইকটি আটক করেছে পুলিশ। বাইকের আরোহী অবশ্য বেপাত্তা।

প্রতিবাদে ঝাড়গ্রাম আদালতের আইনজীবী ও মুহুরিরা শোক মিছিল করে শহর পরিক্রমা করেন। ঝাড়গ্রাম বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুমন সেনের অভিযোগ, “শহরের মেন রোডের ব্যস্ততম এলাকাগুলিতে জবর দখলের দরুণ ক্রমেই অপরিসর হয়ে উঠছে যাতায়াতের পথ। এ জন্যই প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বেআইনি জবর দখল তুলে চলাচলের প্রশস্ত পথ করার জন্য প্রশাসন উদ্যোগী না-হলে আরও প্রাণহানির
আশঙ্কা রয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lawyer jhargram accident death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE