ঝাড়গ্রাম শহরে দিনের বেলা কয়েকশো লোকের সামনে গুলিতে প্রাণ গেল এক যুবকের। পুরনো বিবাদের জেরে গুলি চলে বলে জানা গিয়েছে। শহরের ২ নম্বর ওয়ার্ডে বাছুরডোবা এলাকায় অনুষ্ঠিত এক ক্রিকেট ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। ম্যাচে দর্শক আসনে বসেছিলেন ওই যুবক। সেখানে এসে তাঁকে গুলি করে পালায় অভিযুক্ত। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ করেন মৃতের পরিবারের লোকেরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাধানগর গ্রামের বাসিন্দা সেখ তকবির আলির (২৮) সঙ্গে বিশ্বজিৎ প্রধান ওরফে ন্যাড়া নামে এক যুবক মাস দুয়েক আগে একটি বিষয়ে বিরোধ হয়েছিল। সেই গণ্ডগোল নাকি মিটেও গিয়েছিল। এর পর মঙ্গলবার হঠাৎই ক্রিকেট ম্যাচে গিয়ে তকবিরকে গুলি করে বিশ্বজিৎ।
ঝাড়গ্রামের এসপি অমিক কুমার ভরত রাঠোর বলেছে, "ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত বিশ্বজিৎ এক জন এনভিএফ কর্মী। পশ্চিম মেদিনীপুর জেলায় পোস্টিং"। মেদিনীপুর মেডিক্যাল কলেজে মৃতদেহের ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।