Advertisement
২২ মার্চ ২০২৩
Medinipur

আদিবাসী সমাজের প্রায় ১৫০ জন তৃণমূলে যোগ দিলেন

কেশিয়াড়ি এলাকায় দেবেন হাঁসদা অনগ্রসর শ্রেণি কল্যাণ দফরের আধিকারিক ছিলেন। তাঁর হাত ধরেই সিপিএম, কংগ্রেস বিজেপি ছেড়ে এঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বলেও দাবি করেন অজিত।

তৃণমূলে যোগদান।

তৃণমূলে যোগদান। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ০০:২২
Share: Save:

মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতিমন্দিরে বুধবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কেশিয়াড়ি এলাকার আদিবাসী সমাজের প্রায় দেড়শো জন। তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি।

Advertisement

অজিত দাবি করেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সমাজের মানুষের জন্য যে কাজ করছেন তাতেই উদ্বুদ্ধ হয়ে এঁরা তৃণমূলে যোগ দিলেন। আগামী দিনে এমন আরও অনেক মানুষ তৃণমূলে যোগ দেবেন।”

কেশিয়াড়ি এলাকায় দেবেন হাঁসদা অনগ্রসর শ্রেণি কল্যাণ দফরের আধিকারিক ছিলেন। তাঁর হাত ধরেই সিপিএম, কংগ্রেস বিজেপি ছেড়ে এঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বলেও দাবি করেন অজিত।

Advertisement

বুধবার মেদিনীপুরে তৃণমূলের দলীয় কর্মসূচি ছিল। সেখানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী। সেই অনুষ্ঠান মঞ্চেই যোগ দেন আদিবাসী সমাজের অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.