ভোটার তালিকার কাজ খতিয়ে দেখতে বুথে বুথে ঘুরলেন অতিরিক্ত জেলাশাসক।
১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। আজ, ১৫ ডিসেম্বর সে কাজের শেষ দিন। নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, ভোটার তালিকার কাজ নিঁখুত করতে হবে। জেলাশাসকও বিভিন্ন সময়ে মনে করিয়ে দিয়েছেন সে কথা। সেই নির্দেশ মানা হচ্ছে কি না দেখার জন্য রবিবার গড়বেতা ১ ব্লকে আসেন অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) প্রতিমা দাস। ধাদিকা, শ্যামনগর, গড়বেতা অঞ্চলের ৮টি বুথে গিয়ে ভোটার তালিকা সংশোধনের খোঁজখবর নেন তিনি। কথা বলেন এই কাজের সঙ্গে যুক্ত বুথ লেভেল অফিসারদের (বিএলও) সঙ্গে। নতুন নাম তোলা, ঠিকানা বদলের ফর্ম সঠিকভাবে পূরণ হচ্ছে কি না, ডাটা এন্ট্রি অপারেটররা তথ্য ঠিকঠাক নথিভুক্ত করছেন কি না— খোঁজ নেন ওই আধিকারিক।
গড়বেতা ১ ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুথে বুথে খবর নেওয়ার পরে অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) প্রতিমা দাস কয়েকজন মৃত ভোটারের বাড়িতেও যান। গনগনি পূর্ব বুথের মৃত ভোটার হরেকৃষ্ণ দে, পত্রলেখা বিশ্বাসের বাড়িতে গিয়ে তাঁদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে কি না খোঁজ নেন পরিজনদের থেকে।
অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে ছিলেন যুগ্ম বিডিও বিশ্বনাথ ধীবর, ব্লকের অনগ্রসর সম্প্রদায় আধিকারিক সুনির্মল ঘাঁটি। প্রতিমা বলেন, ‘‘বিএলও-রা ভোটার তালিকা সংশোধনের কাজ ঠিকঠাক করছেন কি না পর্যবেক্ষণ করেছি। পরামর্শও দিয়েছি। তালিকা থেকে বাদ হওয়া মৃত ভোটারের বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছি।’’