Advertisement
১৮ মে ২০২৪

সবংয়ে সেতুর দাবিতে বিক্ষোভ

কাজের অর্ডার হওয়ার পরে সেতুর স্থান বদলের নির্দেশ জারি হওয়ায় বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। বুধবার বিকেলে সবংয়ে সেচ দফতরের মহকুমা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় নারায়ণবাড় গ্রাম পঞ্চায়েতের অমরবাড় গ্রামের বাসিন্দাদের একাংশ। পুলিশ গিয়ে তালা খুলে দেয়।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ০১:০৩
Share: Save:

কাজের অর্ডার হওয়ার পরে সেতুর স্থান বদলের নির্দেশ জারি হওয়ায় বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। বুধবার বিকেলে সবংয়ে সেচ দফতরের মহকুমা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় নারায়ণবাড় গ্রাম পঞ্চায়েতের অমরবাড় গ্রামের বাসিন্দাদের একাংশ। পুলিশ গিয়ে তালা খুলে দেয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, কেলেঘাই-কপালেশ্বরী সংস্কার প্রকল্পে কপালেশ্বরী নদী সংলগ্ন অমরাখালি খালের ওপরে অমরবাড় গ্রামে একটি সেতু তৈরি হওয়ার কথা ছিল। এ জন্য দরপত্র ডেকে কাজের অর্ডার দিয়ে দেয় সেচ দফতর। সেতুর ওয়ার্ক অর্ডারেও অমরবাড় গ্রামের নাম ছিল। তবে সেচ দফতর নতুন এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, অমরবাড়ের পাশের গ্রাম দক্ষিণ বাঁশবনিতে অমরাখালি খালের উপর ওই সেতু হবে।

অমরবাড় গ্রামের বাসিন্দা রাজেশকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের গ্রামে সেতু হওয়ার কথা। সরকার থেকে সেই কারণেই টাকা বরাদ্দ করেছে। কিন্তু ঘুষ নিয়ে দফতরের আধিকারিকেরা বলছেন, ওই সেতু দক্ষিণ বাঁশবনিতে হবে। এটা আমরা মানব না।” যদিও এ বিষয়ে কেলেঘাই-কপালেশ্বরী প্রকল্পের সেচ দফতরের এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ার শুভাশিস পাত্র বলেন, “দক্ষিণ বাঁশবনির গ্রামেই সেতু হবে বলে অনুমোদন হয়েছিল। সেই অনুযায়ী নকশাও তৈরি হয়। কিন্তু ভুলবশত ওয়ার্ক অর্ডারে অমরবাড় গ্রামের নাম চলে এসেছে। ভুল স্বীকার করে বিজ্ঞপ্তি দেব। পরে অমরবাড়েও সেতু তৈরির বিষয়ে ভেবে দেখা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Agitation sabang bridge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE